স্বাস্থ্য ডেস্ক :
দৈনিক রাজধানীর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা তিনশ ছাড়ালেও এখনও বাড়েনি সচেতনতা। সোমবার (১২ সেপ্টেম্বর) উত্তর সিটি করপোরেশনের অভিযানের মিলেছে লার্ভা।
এসময় নির্মাণাধীন একটি ভবনে লার্ভা পাওয়ায় দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ক্রমেই যেন ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। চলতি মাসের শুরু থেকেই প্রতিদিনের পরিসংখ্যান জানান দিচ্ছে এ মৌসুমেও ছাড় দিচ্ছে না এডিস।
তবু নগরবাসীর টনক নড়ছে কোথায়। ডেঙ্গুবাহক এডিস মশা নিধনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের তৃতীয় দিনের অভিযানেও বসতবাড়িতে লার্ভা মিলেছে। আর রাজধানীর এডিস মশার সব থেকে নিরাপদ আবাস নির্মাণাধীন ভবনে ঢু মারলেই মিলছে লার্ভা। এসময় একটি প্রতিষ্ঠানকে করা হয় জরিমানা।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা লে. কর্নেল গোলাম মোস্তফা সারওয়ার বলেন, সবচেয়ে বেশি লার্ভা মিলছে নির্মাণাধীন বাড়িতে। তাছাড়াও বিভিন্ন বাড়ির বেসমেন্টেও পাওয়া যাচ্ছে। আসলে নিজ থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের অভিযান চলছে।
সবশেষ সোমবার ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে তিনশ’র বেশি। যার মধ্যে ঢাকায় ২৩৯ জন আর ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি ১২১ জন। চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩০ ছাড়িয়েছে।