হোম জাতীয় ডেইলি স্টার সম্পাদক-প্রকাশকসহ তিন জনের বিরুদ্ধে আইনি নোটিশ

জাতীয় ডেস্ক:

মানহানিকর ও মনগড়া খবর প্রকাশের অভিযোগে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশকসহ তিন জনের বিরুদ্ধে আইনি নোটিশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবার (৫ জুন) রেজিস্ট্রি ডাক যোগে নোটিশটি পাঠানো হয়েছে বলে বুধবার (০৭ জুন) ফজলে নূর তাপসের আইনজীবী সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

অবিলম্বে বিতর্কিত রিপোর্টটি অনলাইন মাধ্যম থেকে সরিয়ে ফেলতে বলা হয়েছে নোটিশে। ‘বাতাস প্রভাবের জন্য গাছ কাটা হচ্ছে’ এ শিরোনামে গত ১৩ মে একটি কার্টুনসহ রিপোর্ট প্রকাশ করে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার।

মেয়র তাপসের আইনজীবীর দাবি, মেয়রকে উদ্ধৃতি করে যে বক্তব্য ছাপানো হয়েছে তা মিথ্যা। মেয়রের সঙ্গে কথা না বলে প্রতিবেদকের নিজের বক্তব্য তার নাম দিয়ে চালানো হয়েছে।

নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চেয়ে প্রতিবেদনটি উঠিয়ে না নিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন