হোম অন্যান্যসারাদেশ ডুমুরিয়া পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৫

ডুমুরিয়া পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৫

কর্তৃক Editor
০ মন্তব্য 127 ভিউজ

খুলনা অফিস :

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বৃহস্পতিবার ডুমুরিয়া উপজেলা সদর ও গুটুদিয়া ওয়াবদার মাথা এলালাকায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছে। ডুমুরিয়া উপজেলা প্রশাসনের সহযোহীতায় স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।

ডুমুরিয়া থানার ওসি মো. আমিনুল ইসলাম বিপ্লব জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে খুলনাগামী হাওলাদার পরিবহণ ও যাত্রী বোঝাই একটি মাহেন্দার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনা স্থালে মারা যায় ডুমুরিয়া উপজেলা সদরের নিছার আলী বিশ্বাসের ছেলে মাহেন্দ্রা চালক আমিনুর বিশ্বাস (৫৫) ও যাত্রী মিজানুর রহমান (৫৫) এবং খুমেকে চিকিৎসাধীন আবস্থায় মারা যায় মো. হাবিবুর রহমান (৪০), গুরুতর আহত হয়, হাবিবুর রহমান, পলি রায়, বাসন্তি সরদার ও সুমি বেগম। তবে বাসের চালক ও হেলফার পালিয়েগেছে।

অপরদিকে বেলা দেড়টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসের ধাক্কায় ভ্যান উল্টে যাওয় ঘটনাস্থালে মারা যায় উপজেলা গুটুদিয়া ইউনিয়নের কোমলপুর গ্রামে নজির মোড়লের স্ত্রী হালিমা বেগম (৫৬) এবং আহত হয় নিহতের ছেলে ভ্যান চালক রফিকুল ইসলাম। ঘাতক বাস চালক মো: আব্দুল মান্নান মোল্লাকে (৬৫) পুলিশ আটক করেছে। খবর পেয়ে তক্ষনিক ঘটনা স্থলে যান, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জিব দাস।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন