হোম অন্যান্যসারাদেশ ডুমুরিয়ায় ৫ হাজার টাকার দাখিলা কাটতে ১০হাজার টাকা ঘুষ নিলেন ইউঃভূমিঃ সহঃ কর্মকর্তা

ডুমুরিয়ায় ৫ হাজার টাকার দাখিলা কাটতে ১০হাজার টাকা ঘুষ নিলেন ইউঃভূমিঃ সহঃ কর্মকর্তা

কর্তৃক
০ মন্তব্য 88 ভিউজ

ডুমুরিয়া (খুলনা ) প্রতিনিধি :

ডুমুরিয়া উপজেলার একজন ভূমি অফিসের কর্মকর্তা ৫,০০০ টাকার দাখিলা কাটতে ১০,০০০ টাকা ঘুষ নিয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ৩ নং রুদাঘোরা ইউনিয়ন ভূমি অফিসে। বিষয়টি জানাজানি হলে এলাকায় বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ভূক্তভোগী অত্র ইউনিয়নের শোলগাতিয়া গ্রামের মৃত,জালাল উদ্দিনের পুত্র জামাল উদ্দিন ফকির গংরা নিজেদের বসতভিটা শোলগাতিয়া মৌজার ১ একর ১২ শতক জমির খাজনা দেওয়ার জন্য গেলে বিভিন্ন কথা বলে তাদের কাছে ২৪,০০০ টাকা দাবি করেন অত্র অফিসের সহকারী ভূমি কর্মকর্তা এম এ ফরহাদ হোসেন। পরবর্তীতে বিভিন্ন জায়গায় দেন দরবার করে ১৫.০৬.২০২০ ইং তারিখে ১৫,০০০ টাকার বিনিময়ে ৩ টি দাখিলা স্বাক্ষর করেন যার জমাকৃত টাকার পরিমান ৫,১৭৫ টাকা (যাহার ভাউচার ক্রমিক নং ১১৯৩০৪-০৬) বাকী ৯,৮২৫ টাকা ঐ অফিসের কর্মকর্তা ,কর্মচারী নিজেদের পকেটে ঢোকান এমনকি টাকা বেশি নেয়ার কথা জিজ্ঞাসা করলে ভুমি অফিসের একজন কর্মচারী তাদেরকে বলেন বেশি কথা বললে খাজনার টাকা কিন্তু ঢাকায় গিয়ে জমা দিতে হবে বলে ভয় দেখান এমনই কথা বলেন ভূক্তভোগীরা। পরবর্তীতে এই বিষয় নিয়ে ভূমি অফিসে সরেজমিনে জানতে গেলে তিনি খুব ফুরফুরে মেজাজে এই প্রতিবেদককে ঐ দিন ছুটিতে থাকার কথা বলেন এমনকি তিনি জানেন না বলে ও জানান পরবর্তীতে সংশ্লিষ্ট দপ্তরে ছুটির বিষয়টি জানার জন্য ফোন করলে তিনি তখন কথাটি ঘুরিয়ে ছুটি না থাকার কথা বলেন তবে তিনি বাসায় থাকার কথাটি স¦ীকার করেন পরবর্তীতে টাকা জমাকৃত ভাউচারে তার স্বাক্ষরের বিষয়টি জানতে চাইলে তিনি নিজের স্বাক্ষরের কথা স্বীকার করে বলেন আমি বাসায় ছিলাম এবং বাসা থেকে স্বাক্ষর করেছিলাম, এবিষয় নিয়ে কথা বললে উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) সঞ্জীব দাশ বলেন অভিযোগ পেয়েিেছ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন