খুলনা অফিস :
গ্রামীণ আইন-শৃংঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পলন করার জন্য খুলনার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে সদ্য নিয়োগ পাওয়া বিশজন নারী-পুরুষ গ্রাম পুলিশকে রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানিক ভাবে তাদেরকে বিশটি নতুন বাই-সাইকেল প্রদান করা হয়েছে।
উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে ওই বাই-সাইকেল ক্রয় অর্থ জোগান দেয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা পরিষদ কর্তৃপক্ষ।
বাই-সাইকেল বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মদ, উপজেলা নির্বাহী অফিসার (সদ্য পদোন্নতি পাওয়া রংপুর অতিরিক্ত জেলা প্রশাসক) মোছাঃ শাহনাজ বেগম, প্রকল্প বাস্তবায় কর্মকর্তা (পিআইও) মো. আশরাফ হোসেন, ডুমুরিয়া উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার, ‘ডুমুরিয়া জাতীয় সাংবাদিক ফোরামের’ সাধারণ সম্পাদক সুমন ভ্রক্ষè, জেলা গ্রাম পুলিশের নেতা হারান চন্দ্র প্রমুখ।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (এডিসি) মোছাঃ শাহনাজ বেগম জানান, আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রামীণ জনপদকে গতি বাড়াতে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে সদ্য নিয়োগ পাওয়া বিশজন নারী-পুরুষ গ্রাম পুলিশকে প্রত্যেকে একটি করে নতুন বাইসাইকেল প্রদান করা হয়েছে।