হোম অন্যান্যসারাদেশ ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে হরিণের মাংস বহনকারীর অর্থ দন্

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে হরিণের মাংস বহনকারীর অর্থ দন্

কর্তৃক Editor
০ মন্তব্য 135 ভিউজ

খুলনা অফিস:

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ভাবে হরিণের মাংস বহন করার অপরাধে এক ব্যক্তিকে ৭ হাজার টাকা জরিমানা ধার্য্য করেছে আদালত। রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডা. সঞ্জিব দাস এ অভিযানের নেতৃত্ব দেন। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাগেরহাট জেলার ফয়লা এলাকার অধিবাসী আবু বক্কার(৫২) নামক জনৈক ব্যক্তি হরিণের মাংস সহ ডুমুরিয়া বাজারে আটক হন।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ডা.সঞ্জিব দাস তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে বন্য প্রাণী সংরক্ষণ আইন’২০১২ এর ৩৪(খ) ধারায় ৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। পাশাপাশি জব্দকৃত মাংস ভক্ষণযোগ্য বিবেচনায় সাজিয়াড়া শামছুল উলুম মাদ্রাসার এতিমখানার অনুকূলে বিতরণ করা হয়।আদাতল পরিচালনায় সহযোগিতায় ছিলেন ডুমুরিয়া থানা পুলিশের সদস্যবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন