ডুমুরিয়া প্রতিনিধি :
ডুমুরিয়াতে প্রথম করোনা ভাইরাস আ ক্রান্ত রুগী সনাক্ত হয়েছে। আক্রান্ত রুগীকে নিজ বাসগৃহে হোম কোয়ারেন্টাইন রাখা হয়েছে এবং সাইনবোড ও লাল পতাকা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
জানাযায়, ডুমুরিয়া থানার রঘুনাথপুর ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের মৃত নওয়াব আলী আকুঞ্জি এর মেয়ে লিমা খাতুন সিনিয়র স্টাফ নার্স হিসাবে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ কর্মরত ছিল। সে বদলী হয়ে গত ১৩ মে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করেন। উক্ত দিনেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার করোনা ভাইরাস পরীক্ষা সম্পন্ন হয়। করোনা ভাইরাস পরিক্ষায় তার শরীলে করোনা পজেটিভ পাওয়ার যায়। এ সংবাদ পেয়ে ১৮ মে রাতেই ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ বেগম, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছুটে যান আন্দুলিয়া গ্রামে লিমার বাড়িতে। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য উক্ত বাড়িতে উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন আলোচনা শেষে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ বেগম তার নিজ বাসগৃহে বিধি মোতাবেক হোম কোয়ারেন্টাইন এর ব্যবস্থা নিশ্চিত করেন এবং বাসগৃহে একটি সাইনবোড সহ লাল পতাকা ঝুলিয়ে দেন।