হোম অন্যান্যসারাদেশ ডুমুরিয়ায় প্রতিপক্ষের ইটের আঘাতে কৃষকের মৃত্যু

ডুমুরিয়ায় প্রতিপক্ষের ইটের আঘাতে কৃষকের মৃত্যু

কর্তৃক
০ মন্তব্য 83 ভিউজ

খুলনা অফিস:

জমিজমা সংক্রান্তের জের ধরে প্রতিপক্ষের ইটের আঘাতে সিরাজুল ইসলাম গাজীর (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের উত্তর বেতাগ্রামে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

প্রত্যাক্ষদর্শীরা জানায়, উপজেলার বেতাগ্রাম এলাকার জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই পাড়ার মৃত আমজাদ গাজীর ছেলের সাথে নজরুল গাজীর দির্ঘদিন বিরোধ চলছিলো। গতকাল সোমবার সকাল দশটার দিকে জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে উভয়ের মধ্যে মারামারি শুরু হয়।

এক পর্যায় প্রতিপক্ষ নজরুলের ছুঁড়া ইটের আঘাতে ঘটনা স্থলে মৃত্যু হয় কৃষক সিরাজুল ইসলামের। ডুমুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সোমবার সকালে মারামারির ঘটনায়, প্রতিপক্ষে ইটের আঘাতে সিরাজুল গাজী নামে একজন মারা গেছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন