হোম অন্যান্যসারাদেশ ডুমুরিয়ায় দিন ব্যাপী কর্মশালায় সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি

ডুমুরিয়ায় দিন ব্যাপী কর্মশালায় সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি

কর্তৃক Editor
০ মন্তব্য 133 ভিউজ

খুলনা অফিস :

শতর্ক থাকতে হবে, স্থানীয় প্রভাবশালীরা যেন প্রভাব বিস্তার করে প্রকল্পের বিভিন্ন সুবিধা নিতে না পারে। প্রকৃত মৎসা চাষি, দরিদ্র বেকার যুবক-যুবতীদের নিয়ে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও প্রকল্পের সকল কর্মকান্ড সমান গতিতে চালিয়ে যেতে হবে। প্রকল্পটির উদ্দের্শ যেন মুখ থুবড়ে না পড়ে। সুনীল সমুদ্র অর্থনীতির সুফল আনয়ন ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে গৃহিত সরকারি প্রকল্প বাস্তবায়নে মৎস্য অধিদপ্ত ও উপকূলবর্তী সামুদ্রিক মৎস্য প্রকল্প সোশ্যাাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আয়োজিত, মঙ্গলবার খুলনার ডুমুরিয়া উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত দিন ব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এমপি নারায়ন চন্দ্র চন্দ এ সব কথা বলেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন, খুলনা জেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, অন্যাদের মধ্যে বক্তব্য দেন খুলনা মৎস্য বিভাগের উপ-পরিচালক নারায়ন চন্দ্র মন্ডল, ডিপিডি সরোজ কুমার মিস্ত্রী, অঞ্চলিব সমন্বয়কারী কৃষিবিদ আব্দুল বারী আনছারী, ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক। কর্মশালায় স্থানীয় মৎস্য চাষী, জন-প্রতিনিধি, উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, ও স্থানীয় সংবাদ কর্মীরা এ কর্মশালা অংশ নেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন