খুলনা অফিস :
ক্রিকেট খেলার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, এবার এসএসসি সদ্য পাশ করা এক মেধাবী ছাত্রকে খেলার মাঠ থেকে ধরে নিয়ে স্থানীয় এক সুদ ব্যবসায়ীর নেতৃত্বে গোপন অঙ্গসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে ক্ষতবিক্ষত করেছে বলে আভিযোগ উঠেছে। এমন ঘটনায় ওই ছাত্রে পরিবার কোথাও কোনো বিচারর না পেয়ে অবশেষে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত শাস্তির দাবীতে গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রামবাসীর উদ্যেগে শতশত নারী-পুরুষ ও শিশুরা সব কিছুকে উপেক্ষে করে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের রুপরামপুর গ্রাম এলাকায় মিছিল ও খুলনা-চুকনগর সড়কের থুকড়া বাজার সংলঘ্ন এলাকায় এক মানববন্ধ কর্মসূচী পালন করা হয়।
গুরুতর আহত স্কুল ছাত্রের বাবা সমেশ চন্দ্র বিশ্বাস, চাচা পরিতোশ বিশ্বাস ও পরেশ বিশ্বাস অভিযোগ করে বলেন, গত ২৮মে বৃহস্পতিবার বিকেলে জয়দেব কুমার স্থানীয় রুপরামপুর দেলতলা স্কুল মাঠে বন্ধুদের সাথে ক্রিকেট খেলছিলো। পুর্ববের পরিবারিক শত্রুতার জের ধরে একই গ্রামের ‘সুদ ব্যবসায়ী’ সুকৃতি সরকার ও কংকন সরকার ওই খেলার মাঠ থেকে ছাত্র জয়দেব কুমারকে জোর পূর্বক ধরে তাদের বাড়িতে নিয়ে যায় এবং গোপন অঙ্গসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করা হয়। এ সময় ওই স্কুল ছাত্রের আত্চিমৎকারে গ্রামবাসী তাকে উদ্ধার করে খুলনার একটি ক্লিনিকে চিকিৎসাদেয়া হয়। এখন ওই স্কুল ছাত্র বাড়ি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে আহত ছাত্রে স্বজন ও স্থানীয় গ্রাবাসীরা জানায়।
আহত স্কুল ছাত্রের বাবা সমেশ চন্দ্র বিশ্বাস জানায়, এ ঘটনায় ডুমুরিয়া থানা, উপজেলা চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করা হলেও প্রায় এক মাস অতিবাহীত হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাই সুবিচারের আশায় গ্রামবাসীকে সাথে নিয়ে বৃহস্পতিবার দুস্কৃতিকারীদের বিরুদ্ধে মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়।
এ ব্যাপারে সুকৃতির সাথে কথা বলার জন্য তার বাড়িতে গেলে, তাকে বাড়ি পাওয়া যায়নি। এমনকি তিনি এ প্রতিনিধির ফোনটি রিসিভও করেননি।
ডুমুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, রুপরামপুরে উভয়ের মধ্যে হামলালা পাল্টা হামলার ঘটনা ঘটেছ। অভিযোগকারীরা বিভিন্ন সময় প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে গণ-আবেদন করছে। কিন্তু মামলা করছে না। এমনকি স্থানীয় ভাবে মিমাংশায় আসছে না। তাদেরকে একাধিকবার থানায় ডাকা হচ্ছে, কিন্ত তারা থানায় আসছে না। মামলা দিলে তা আমলেনেয়া হবে।