ডুমুরিয়া প্রতিনিধি :
ডুমুরিয়া প্রেস ক্লাবের এক তলবি সাধারণ সভা বুধবার সকাল ১০টায় প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ডুমুরিয়া প্রেসক্লাবের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নব নির্বাচিত সহ সভাপতি শেখ মাহতাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেস ক্লাবের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী আব্দুল্লাহ। সভায় অন্যান্নদের মধ্যো বক্তব্য রাখেন, মোঃ বিলায়েত হোসেন, এস এম ফিরোজ খান, সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সহ সাধারন সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাব্বির খান ডালিম, দপ্তর সম্পাদক সুজিত মল্লিক, উদয় চক্রবর্তী, শেখ জাহিদুর রহমান বিপ্লব, শেখ এনামুল বাসার টিটো,আশরাফুল আলম,অরুন দেবনাথ, ইলিয়াস হোসাইন, আব্দুর রশিদ এলিন, মাহাবুবুর রহমান, শেখ হাবিবুর রহমান,এস এম রফিকুল ইসলাম, আব্দুর রশিদ বাচ্চু, আব্দুল মজিদ,আতিয়ার রহমান বদিয়ার, বাবুল আক্তার প্রমুখ।
সভায় বক্তারা বলেন,ডুমুরিয়া প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন না করার উদ্দেশে ডুমুরিয়া উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ শাহনাজ বেগম সুকৌশলে নানাবিধ পরিকল্পনা গ্রহন করে চলেছেন। নির্বাচন যাতে সম্পন্ন না হয় সে জন্য তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে নির্বাচনের তারিখ একের পর এক পরিবর্তন করছেন। সর্বশেষ তিনি খুলনা জেলা প্রশাসক এর আদেশ অমান্য করেছেন। এ কারণে উক্ত সভায় প্রেস ক্লাবের গঠনতন্ত্রের ১এর খ ধারায় উল্লেখিত প্রেস ক্লাবের প্রধান পৃষ্টপোষক উপজেলা নির্বাহী অফিসার ধারাটি সাময়িক স্থগিত করা হয়েছে। সভায় সর্ব সম্মতিক্রমে ডুমুরিয়া প্রেস ক্লাবের সদস্য এম এ এরশাদ কে প্রেস ক্লাব পরিপন্থি কার্যকলাপের জন্য প্রেস ক্লাবের সদস্য পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।