বাণিজ্য ডেস্ক :
সিলেট-সুনামগঞ্জে বন্যার পানিতে ডুবে গেছে ব্যাংক ও এটিএম বুথ। এ অবস্থায় যেখানে কাছাকাছি শাখা খোলা রয়েছে, সেখানে জরুরি সেবাদানের নির্দেশ দেয়া হয়েছে।
রোববার (১৯ জুন) কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এক নির্দেশনায় এ কথা বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সিলেট, সুনামগঞ্জ, রংপুর, কুড়িগ্রামসহ কয়েকটি জেলায় নদ-নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধির ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এতে যেসব ব্যাংকের শাখা-উপশাখার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না, সেসব শাখা-উপশাখা বন্ধ রেখে গ্রাহকদের নিকটবর্তী শাখা থেকে জরুরি সেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার পর দ্রুত সংশ্লিষ্ট শাখা-উপশাখার কার্যক্রম চালু করতে হবে।
ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনা সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে। ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (১৯ জুন) বন্যার কারণে সিলেট ও সুনামগঞ্জে ব্যাংকের শাখাগুলো খোলা সম্ভব হয়নি। জানা গেছে, পানিতে তলিয়ে গেছে ব্যাংকগুলোর এটিএম বুথ। যেসব ব্যাংকের শাখা নিচতলায়, সেগুলো পানিতে ডুবে গেছে। তবে যেসব শাখা দোতলা ও তিনতলায়, সেসব শাখা এখনো নিরাপদ আছে।
এদিকে ইন্টারনেট, মুঠোফোন ও বিদ্যুৎব্যবস্থা না থাকায় ব্যাংকগুলোর সব ধরনের সেবা বন্ধ হয়ে যাচ্ছে। এ কারণে ওই সব এলাকার ব্যাংকের শাখার পাশাপাশি এটিএম, মোবাইল ব্যাংকিং সেবাও বন্ধ রয়েছে।