হোম রাজনীতি ‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়’, এভাবে বলিনি : নাহিদ ইসলাম

‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়’, এভাবে বলিনি : নাহিদ ইসলাম

কর্তৃক Editor
০ মন্তব্য 34 ভিউজ

অনলাইন ডেস্ক:
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, এভাবে বলিনি। বলেছি, পুলিশ যে নাজুক অবস্থায় আছে সেই অবস্থায় থেকে নির্বাচন সম্ভব না। আমরা নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুতি রয়েছি।

শুক্রবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নিজেদের দলের নির্বাচনের প্রস্তুতি নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রস্তুত। এছাড়া ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানিয়েছেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, সম্প্রতি নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও ইভটিজিংয়ের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করছি।

তিনি বলেন, সাইবার জগতে নারীদেরকে টার্গেট করা হচ্ছে, যাতে তারা রাজনৈতিক অঙ্গনে না আসতে পারেন, সমাজের সম্মুখসারিতে না আসতে পারেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচনে অংশ নিতে এনসিপি প্রস্তুত। মাত্র আত্মপ্রকাশ করেছে আমাদের দল। তাই নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে কাজ করছি। জোট কিংবা প্রার্থী দেয়ার কথা এখন ভাবছি না।

নাহিদ ইসলাম আরও বলেন, নির্বাচনের আগে বিচার কার্যক্রম ও জুলাইয়ের সনদপত্র দেখতে চাই।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন