হোম জাতীয় ডিসির কার্যালয়ে ভাঙচুরের ভিডিও ভাইরাল, যা বললেন নেটিজেনরা

ডিসির কার্যালয়ে ভাঙচুরের ভিডিও ভাইরাল, যা বললেন নেটিজেনরা

কর্তৃক Editor
০ মন্তব্য 52 ভিউজ

জাতীয় ডেস্ক:

বছরের পর বছর ঘুরেও কোনো সহযোগিতা না পেয়ে রাগে-ক্ষোভে শুশান্ত কুমার দাস (৬৫) নামে এক বৃদ্ধ ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের হেল্প ডেস্ক ভাঙচুর করেছেন। সোমবার (১৩ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এ ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর ডিসি অফিসের হেল্প ডেস্ক ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়লে মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়। এতে নেটিজেনরা বিভিন্ন মন্তব্যের ঝড় তুলেন।

তারা লিখেন, জেলা প্রশাসক কার্যালয়ে যারা চাকরি করেন। তারা নিজেদের জমিদার মনে করেন। কোনো পরামর্শ বা সহযোগিতার জন্য গেলে তা সহজেই মেলে না। কোনো কিছু বললে সঠিক উত্তর দেন না। এখন ব্যস্ত আছি বলে তাড়িয়ে দেন। ডিসি কাছে তো দূরে থাক, বারান্দায়ও উঠতে দেন না কর্মচারীরা।

আরেকজন লিখেন, নিশ্চয়ই ওই ব্যক্তি ডিসি অফিসের কোনো ব্যক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন; বা কোনো সহযোগিতা পাননি। তাই হয়তো রাগে ক্ষোভে তিনি ভাঙচুর করেছেন। এমন নানা মন্তব্য করেন নেটিজনরা।

এ ঘটনায় অভিযুক্ত বৃদ্ধ শুশান্ত কুমার দাস সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর এলাকার হরিহরপুর গ্রামের মৃত প্রবীর চন্দ্র দাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ শুশান্ত দাস জেলা প্রশাসক কার্যালয়ের হেল্প ডেস্ক শাখার গ্লাস ভাঙচুর করতে থাকেন। এ সময় তার মুখে শোনা গেছে হেল্প ডেস্ক থেকে সহযোগিতা পাওয়া যায় না। বছরের পর বছর ঘুরতে হয়। তার পরেও কোনো সমাধান নাই। আমি রাখব না এই হেল্প ডেস্ক। এমন কথা শেষ হতে না হতেই ব্যাগ থেকে লোহার রড বের করে গ্লাস ভাঙচুর করেন ওই বৃদ্ধ। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে ওই বৃদ্ধের পারিবারের স্বজনরা জানান, ২০১৩ সালে থেকে শুশান্ত কুমার দাস জমি সংক্রান্ত বিষয়ে সহযোগিতা চেয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের নিচ তলায় হেল্প ডেস্ক শাখায় সহযোগিতা চান। কিন্তু আজ-কাল বলে সময় ক্ষেপণ করেন হেল্প ডেস্কের দায়িত্বরতরা। এভাবে তিনি ১১ বছর ধরে হেল্প ডেস্কের বারান্দায় ঘুরাঘুরি করছেন। রাগে ক্ষোভে এমনটা করেছেন বলে ধারণা তার পরিবারের লোকজনের। এ ছাড়া তিনি কিছুটা মানুষিক ভারসাম্যহীন বলেও জানান তারা।

এ বিষয়ে ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি এম ফিরোজ ওয়াহিদ বলেন, আটক বৃদ্ধকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার বিস্তারিত পরে বলা যাবে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, এটি অত্যন্ত খারাপ একটি কাজ হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে কেন ভাঙচুর করেছেন তা এখনোই বলা যাবে না। তদন্ত করে পরে জানানো হবে।

এর আগে গত বছরের ৮ জুলাই নাসির উদ্দীন (২৫) নামে এক যুবক জেলা প্রশাসকের প্রবেশদ্বারের কেঁচিগেটের তালা ভেঙে বেলচা দিয়ে ব্যাপক হামলা চালিয়ে ডিসির কক্ষসহ অফিসের ১০টি রুমের ৩১টি দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করেন। এ সময় তাকে নিবৃত্ত করতে গিয়ে গুরুতর আহত হন পুলিশের এক কর্মকর্তা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন