হোম খেলাধুলা ডিভিলিয়ার্সের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন অজি ব্যাটার

স্পোর্টস ডেস্ক:

আট বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৩১ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ৫০ ওভারের ম্যাচে বিশ্বরেকর্ড গড়েছিলেন প্রোটিয়া ব্যাটার এবি ডিভিলিয়ার্স। সে রেকর্ড ২০২৩ সালে এসে ভাঙলেন অস্ট্রেলিয়ান ব্যাটার জেক ফ্রেজার ম্যাকগুর্ক।

ম্যাকগুর্কের রেকর্ডটি অবশ্য আন্তর্জাতিক কোনো ম্যাচে নয়। মার্শ কাপে রোববার (৮ অক্টোবর) তাসমানিয়ার বিপক্ষে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট করতে নেমে মাত্র ২৯ বলে সেঞ্চুরি তুলে নেন ম্যাকগুর্ক। আন্তর্জাতিক এবং লিস্ট ‘এ’ মিলিয়ে ৫০ ওভারের ম্যাচে এটিই সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

এ সংস্করণে এর আগে ২০১৫ সালে বিশ্ব রেকর্ডটি গড়েছিলেন ডিভিলিয়ার্স। জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মাত্র ৩১ বল মোকাবিলায় ১৬ ছক্কা ও ৯ চারে শতরানের দেখা পেয়েছিলেন তিনি। তার আগে ২০১৪ সালে ক্যারিবীয়দের বিপক্ষে ৩৬ বলে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ডটি দখলে রেখেছিলেন নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন। তিনি ভেঙেছিলেন ১৪ বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে করা শহীদ আফ্রিদির ৩৭ বলে সেঞ্চুরির রেকর্ড। এ তিনটি রেকর্ডই হয়েছে আন্তর্জাতিক ম্যাচে।

আর লিস্ট ‘এ’তে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি এতদিন দখলে ছিল ইংলিশ ব্যাটার গ্রাহাম ডেভিড রোজের। ১৯৯০ সালে সমারসেটের হয়ে ডেভনের বিপক্ষে মাত্র ৩৬ বলে মাইলফলকটি স্পর্শ করেছিলেন তিনি। যা এখন নিজের করে নিয়েছেন ২১ বছর বয়সী ম্যাকগুর্ক।

এদিকে ২৯ বলে সেঞ্চুরি তুলে নেয়া ম্যাকগুর্ক ৩৮ বলে ১৩ ছক্কা ও ১০ চারের মারে ১২৫ রান করে থামেন। এমন দুর্দান্ত ইনিংসের পরও দলকে জেতাতে ব্যর্থ হয়েছেন তিনি। তাসমানিয়ার দেয়া ৪৩৬ রান তাড়া করতে নেমে তাদের ইনিংস থেমেছে ৩৯৮ রানে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন