হোম জাতীয় ডিবি পরিচয়ে নির্বাচনকে প্রভাবিত করতেন তারা

জাতীয় ডেস্ক:

যশোরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসাইন বিপুলের পক্ষে নির্বাচনী প্রচারণা না করার হুমকি দেয়ার অভিযোগে পাঁচ জনকে আটক করা হয়েছে। সোমবার (৩ জুন) বিকেলে যশোর সদর উপজেলার লেবুতলার ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (৪ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ‌্য জানায় অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান।

আটকরা হলেন- মিঠুন ঘোষ, অসিম ঘোষ, জসিম উদ্দিন, মুহিন হোসেন ও বিশ্বজিৎ ঘোষ।

জুয়েল ইমরান জানান, চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেনের সর্মথক লেবুতলা ইউনিয়নের খাইরুলকে মোবাইলে কল দিয়ে একজন ডিবি পুলিশ পরিচয় দেন। পরে তাকে বলা হয় যদি ভোট করা হয় তাহলে খবর আছে। বিভিন্ন ধরণের হুমকি-ধামকি দেয়া হয়।

এ ঘটনার পর চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল নির্বাচন কমিশনে মোবাইলে হুমকির অডিও ক্লিপসহ অভিযোগ করেন। এরপর বিষয়টি নিয়ে তদন্তে নামে পুলিশ। তারই ধারাবাহিকতায় সোমবার বিকেলে লেবুতলা থেকে প্রথমে একজনকে আটক করা হয়। এরপর তার স্বীকারোক্তিতে অপর চারজনকে আটক করা হয়। এ ঘটনায় ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন আসন্ন সদর উপজেলা নির্বাচনে ডিবি পুলিশকে প্রশ্নবিদ্ধ করতে এ ঘটনা ঘটান তারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন