বাণিজ্য ডেস্ক :
অকটেন বিক্রি করে লাভ করলেও ডিজেলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এখনও প্রতি লিটারে ২ থেকে ৩ টাকা লোকসান করছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান এ বি এম আজাদ।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিপিসিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
বিপিসির চেয়ারম্যান বলেন, ‘ডিজেল বিক্রি করে বিপিসি এখনও ২ থেকে ৩ টাকা লোকসান করছে। তবে পেট্রোল ও অকটেন বিক্রি করে লাভ হচ্ছে।’
জ্বালানি তেলের দাম আপাতত কমানোর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি।
এ বি এম আজাদ বলেন, ভোলায় তেলের ট্যাংকারডুবির বিষয়ে পদ্মা ও বিপিসির পক্ষ থেকে আলাদা কমিটি গঠন করা হয়েছে। যে পরিমাণ তেল নষ্ট হবে, চুক্তি অনুযায়ী ট্যাংকার কোম্পানি তার ক্ষতিপূরণ দেবে।
