জাতীয় ডেস্ক:
ডিজিটাল বাংলাদেশের স্লোগান আসার পর অনেকেই এই বিষয় নিয়ে হাসি-তামাশা করেছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। আওয়ামী লীগেরও অনেকে এদের মধ্যে ছিল বলে উল্লেখ করেন তিনি।
বুধবার (১৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস ২০২৪- এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ভারত ২০১১ সালে ডিজিটাল ভারত স্লোগান নিয়ে আসে, সেটাও আমাদের ৩ বছর পরে। শুরুতে অনেকেই ডিজিটাল বাংলাদেশ নিয়ে হাসি-তামাশা করেছে। আওয়ামী লীগের অনেকেও সেসময় বলেছেন ‘ডিজিটাল বাংলাদেশ আবার কী!’
এসময় তিনি আরও বলেন, বিগত তিন শিল্প বিপ্লবে পিছিয়ে ছিল বাংলাদেশ। চতুর্থ শিল্প বিপ্লবে যাতে পিছিয়ে না থাকা হয়, তাই ২০০৮ সালে প্রথম ডিজিটাল বাংলাদেশের ধারণা নিয়ে আসা হয়।
১০ বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বের বুকে এক জ্বলজ্বলে উদাহরণ হতে চায়। সেই লক্ষ্য নিয়েই সরকারের কাজ করা প্রয়োজন বলে এসময় উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী নারীদের ক্ষমতায়ন নিয়ে কথা বলেন। তিনি বলেন, পৃথিবীতে সবচেয়ে বেশি কাজ করেন নারীরা। পৃথিবীর ৭০ ভাগ কাজ নারীদের মাধ্যমে হয়ে থাকে। একজন নারী ঘরে-বাইরে দুই জায়গায়ই কাজ করে থাকেন। তাই নারীর ক্ষমতায়ন না হলে সমাজ ও রাষ্ট্র উপকৃত হয় না বলে মন্তব্য করেন তিনি।