হোম অন্যান্যসারাদেশ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল রেশন ব্যবস্থা চালু সহ দশদফা দাবিতে সাতক্ষীরায় বাসদ এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি পেশ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল রেশন ব্যবস্থা চালু সহ দশদফা দাবিতে সাতক্ষীরায় বাসদ এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি পেশ

কর্তৃক
০ মন্তব্য 133 ভিউজ

অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সকল নাগরিকের রেশনের ব্যবস্থা চালু সহ দশ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর সাতক্ষীরা জেলা প্রসাশকের মাধ্যমে স্মারক লিপি পেশ করা হয়েছে। বামপন্থি সংগঠন বাসদ (মার্কসবাদী) সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ছাত্র, কৃষক,দিন- মুজুর, ভ্যান- চালক, ইজি বাইক চালক, রিক্সা চালক, পরিবহন শ্রমিক, নিম্ন- মধ্যবিত্তসহ বিভিন্ন শ্রেণী পেশার সকল মানুষের করোনা পরিস্থিতিতে রাষ্ট্রীয়ভাবে সকল প্রকার সহযোগীতার উদ্দেশ্যে জেলা প্রশাসক সাতক্ষীরা বরাবর উল্লেখিত দাবী সমূহ বাস্তবায়নের নিমিত্তে স্মারক-লিপি প্রদান করে।এ সময় উপস্থিত ছিলেন চিত্ত রঞ্জন সরকার (সমন্বয়ক)এ্যাডভোকেট খগেন্দ্রনাথ ঘোষ(সদস্য),অদিত ঘোষ(সদস্য) মোঃ আশরাফ আলী সরদার (সাধারন সম্পাদক,পৌর কমিটি বাংলাদেশ জাসদ), প্রমুখ
দাবী সমূহঃ-
*ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করো। অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনের দ্বারা ক্ষতিগ্রস্থদের মামলা তুলে নাও।
*সকল নাগরিকের জন্য রেশনের ব্যবস্থা করতে হবে। টিসিবি’র ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের সংখ্যা বাড়াতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধি করা চলবে না।
*লক ডাউন শিথিল করা চলবে না। দোকান খুলে দেয়ার হঠকারি সিদ্ধান্ত প্রত্যাহার করো।
*নাগরিক সংকট বিবেচনা করে বাড়ি ভাড়া কমানোর জন্য রাষ্ট্রীয়ভাবে প্রজ্ঞাপন দাও। পানি ও বিদ্যুৎ এর বিল মত্তকুফ কর।
*অসংগঠিত শ্রমিক, নিম্ন- আয়ের মানুষ ও মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং নগদ অর্থ প্রদান কর।
*গার্মেন্টস শ্রমিক, অন্যান্য প্রাতিষ্ঠানিক ক্ষেত্রের শ্রমিক এবং পরিবহন শ্রমিকদের সবেতনে ছুটি, সুস্থভাবে বেঁচে থাকার জন্য বিশেষ ভাতা নিশ্চিত কর। লে- অফ, শ্রমিক ছাঁটাই বন্ধ কর। বেতন-ভাতা না দিলে মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নাও। রাষ্ট্রীয় প্রয়োজনে নিয়োজিত শ্রমিকদের পর্যাপ্ত স্বাস্থ্যগত নিরাপত্তার ব্যবস্থা কর।
*ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ চিকিৎসা সেবায় যুক্ত সকলের পিপিই, ঝুঁকি ভাতা ও নিরাপত্তা নিশ্চিত কর। জেলার আক্রান্ত এলাকাগুলো বাছাই করে কন্টাক্ট ট্রেসিংয়ের মাধ্যমে ব্যাপক হারে নুমনা পরীক্ষা কর। জেলায় পি.সি.আর ল্যাব চালু কর। করোনা রোগীদের জন্য হাসপাতাল ও বেডের সংখ্যা বৃদ্ধি কর।
*হাটে হাটে ক্রয়কেন্দ্র স্থাপন করে ন্যায্যমুল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করতে হবে। কৃষকদের বকেয়া কৃষিঋণ মত্তকুফ ও পরবর্তী ফসল উৎপাদনের জন্য সুদমুক্ত ঋণ দিতে হবে। করোনা সংক্রমণ পরিস্থিতি চলাকালীন সময়ে কৃষকদের নগদ অর্থ সহযোগিতা এবং বাড়ি বাড়ি নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে হবে।
*সরকারি ও বেসরকারি সকল স্কুল, কলেজ ও মেডিকেল কলেজের বেতন-ফি মত্তকুফ কর। বেসরকারি স্কুল, কলেজ, মেডিকেল কলেজের শিক্ষক ও কর্মকর্তা- কর্মচারীদের বেতন ও উৎসব ভাতা প্রদান কর। দুর্যোগ চলাকালীন সময়ে ছাত্রদের কাছ থেকে মেস ভাড়া নেয়া চলবে না।
*ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে মশক নিধনের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ কর।

প্রেস বিজ্ঞপ্তি

সম্পর্কিত পোস্ট

মতামত দিন