হোম অন্যান্যসারাদেশ ডাচ্-বাংলা ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং গৌরম্ভা শাখার উদ্বোধন

ডাচ্-বাংলা ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং গৌরম্ভা শাখার উদ্বোধন

কর্তৃক
০ মন্তব্য 113 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) :

বাগেরহাট জেলার রামপাল উপজেলার গৌরম্ভা বাজারে বৃহস্পতিবার দুপুর ২টায় ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর গৌরম্ভা শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। “আপনাদের সেবাই আমাদের লক্ষ্য, ব্যাংক হচ্ছে টাকা জমা রাখার সব চাইতে নিরাপদ জায়গা” এবং আঙ্গুলের ছাপের মাধ্যমে ১০০% নিরাপদ ব্যাংকিং শ্লোগানকে সামনে তুলে ধরে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি গৌরম্ভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন।

গৌরম্ভা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোঃ আফজাল আকুঞ্জির এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ডাচ্-বাংলা বাংকের এরিয়া ম্যানেজার মোঃ আবুল হোসেন,মেসার্স রতন এ্যান্ড ব্রাদার্স এর পরিচালক, ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর গৌরম্ভা শাখার সার্বিক তত্ত্বাবধানে তপন কুমার দাশ, ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর গৌরম্ভা শাখার ব্যবস্থাপনা পরিচালক রতন কুমার দাশ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সপ্তর্ষি দাশ। অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মেনে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিতহয়। ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর গৌরম্ভা শাখাটি মেসার্স রতন এ্যান্ড ব্রাদার্স এর পরিচালনায় পরিচালিত হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন