হোম জাতীয় ঠাকুরগাঁওয়ে কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবায় অনিয়মের অভিযোগ

জাতীয় ডেস্ক :

প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে স্থাপন করা হয় কমিউনিটি ক্লিনিক। কিন্তু ঠাকুরগাঁওয়ের অধিকাংশ ক্লিনিক নির্ধারিত সময়ের আগে বন্ধ হয়ে যাওয়ায় বঞ্চিত হচ্ছেন সেবাপ্রত্যাশীরা। সময়মতো ওষুধ না পাওয়ার অভিযোগও রয়েছে। যদিও সেবা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা।

জ্বর, সর্দি, কাশি, মাথাব্যথাসহ নানান রোগ প্রতিরোধে ২৭ ধরনের ওষুধ সম্পূর্ণ বিনা মূল্যে সরবরাহ করার কথা। ঠাকুরগাঁওয়ের কমিউনিটি ক্লিনিকগুলো থেকে সেই সেবা না পাওয়ার অভিযোগ রয়েছে। শিশু-কিশোরসহ সব বয়সী প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার কথা থাকলেও অনিয়মের বেড়াজালে ঘুরপাক খাচ্ছেন সেবাপ্রত্যাশীরা।

জেলা স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, শুক্রবার ছাড়া সপ্তাহের ছয় দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত স্বাস্থ্যসেবা দেয়ার কথা স্বাস্থ্যকর্মীদের, কিন্তু বাস্তবে এ চিত্র উল্টো। সদরের পাইকপাড়া, ফারাবাড়ি, আংরাই পুকুর, ফুটকিবাড়ি ও বুড়িবাঁধ কমিউনিটি ক্লিনিকসহ জেলার অধিকাংশ ক্লিনিকই বন্ধ হয়ে যায় নির্ধারিত সময়ের আগে, খোলাও হয় দেরিতে। ফলে সেবা নিতে আসা রোগীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। এ ছাড়া ওষুধ না পাওয়ারও অভিযোগ সেবাপ্রত্যাশীদের। এতে প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা চরম হুমকির মুখে পড়েছে।

রোগী ও স্বজনরা বলেন, সকাল ১০টায় এলেও দেখি ক্লিনিক বন্ধ, দুপুর ২টার পর এলেও দেখি বন্ধ। খোলে কখন! খুললেও বলে ওষুধ নেই। আমরা কোথায় যাব?

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলার ৫৩টি ইউনিয়নে ১৪৬টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। প্রতিটি ক্লিনিক থেকে গড়ে প্রতিদিন ৬০-৭০ জন রোগী সেবা নিচ্ছেন।

এ বিষয়ে হাসপাতালের সিভিল সার্জন নুর নেওয়াজ আহমেদ জানান, নির্ধারিত সময়ের আগে ক্লিনিক বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। এ বিষয়ে মনিটরিং জোরদার করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন