হোম ফিচার ট্রেলারে চমক দেখাল আয়ুষ্মানের সিনেমা

বিনোদন ডেস্ক :

সম্প্রতি প্রকাশ্যে এসেছে আয়ুষ্মান খুরানা প্রতীক্ষিত সিনেমা ‘আনেক’ এর ট্রেলার। ‘আর্টিক্যাল ফিফ্টিন’ সিনেমার পর অনুভবের ‘অনেক’ সিনেমাতে দেখা যাবে আয়ুষ্মানকে। ট্রেলার প্রকাশের পর পর এটি ১২ মিলিয়নের ওপর মানুষ দেখেছে। নেটিজেনরা বেশ প্রশংসা করছে ট্রেলারের।

উত্তর-পূর্ব ভারতের নানা লোকেশনে চিত্রায়ণ করা হয়েছে অনুভবের এই সিনেমা। পরিচালক অনুভব সিনহা ভারতীয় সংবাদমাধ্যমে বলেছে, এ সিনেমা তার কাছে অত্যন্ত জরুরি। কেননা, এ সিনেমার মধ্যে দিয়ে ভারতের অন্যরকম চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

‘আনেক’ হচ্ছে পলিটিক্যাল থ্রিলার ঘরানার সিনেমা। উত্তর-পূর্ব ভারতের রাজনীতি, অস্থিরতার চিত্র তুলে ধরা হয়েছে। পরিচালক অনুভব সিনহা সংবাদমাধ্যমে বলেছেন, এ সিনেমাতে এমন একটি বিষয় দেখানো হয়েছে যা তাদের দেশের একটি গুরুতর সমস্যা। নির্দিষ্ট রাজনৈতিক প্রেক্ষাপটে্র চিত্র নিয়েই তৈরি হয়েছে এই সিনেমা।

এই সিনেমাটা তৈরি করা নাকি খুব একটা সহজ ছিল না। এমন লোকেশনে শুটিং করা হয়েছে যা এমনিতে খুঁজে পাওয়া দুষ্কর। তবে সিনেমাটি তৈরি করে পরিচালক নাকি একটা যুদ্ধ জয়ের অনুভূতি পাচ্ছেন। সিনেমাটি মুক্তি পাবে ২৭ মে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন