যশোর অফিস :
যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া এলাকার আলীপুর নামক স্থানে রাজশাহীগামী মহানন্দা ট্রেনে কাটা পড়ে নূর মোহাম্মাদ (৫০), নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নওয়াপাড়া রেলওয়ের স্টেশন মাস্টার মহসীন রেজা জানান, উপজেলার বাগদহ গ্রামের সাহেব আলীর ছেলে ভ্যান চালক নূর মোহাম্মাদ চাল আনতে মজুমদার অটো রাইস মিলে যাওয়ার সময় মহানন্দা ট্রেনে কাটা পড়েন।
তার মরদেহ জিআরপি পুলিশ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী হাবিব শেখ জানান, আলীপুর-মজুমদার সড়কের রেললাইনের ওপর রেলক্রসিং না থাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
s
