হোম জাতীয় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু, মুখ থেঁতলে যাওয়ায় পরিচয় শনাক্ত হয়নি

জাতীয় ডেস্ক :

পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ে এক যুবক (৩০) নিহত হয়েছেন। তবে দুর্ঘটনায় নিহতের মুখ থেঁতলে যাওয়ায় তার পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানায় পুলিশ।

শুক্রবার (১৭ জুন) দিবাগত রাতে ঈশ্বরদী-ঢাকা রেলপথের উপজেলার বড়ালব্রিজ রেল স্টেশনসংলগ্ন বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে উপজেলার বড়ালব্রিজ রেল স্টেশনসংলগ্ন বটতলা নামক স্থানে রেললাইনের ওপর অজ্ঞাতপরিচয় ব্যক্তির খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।

খবর পেয়ে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ জিআরপি পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার এসআই নূর ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। বিষয়টি যেহেতু রেলওয়ে বিভাগের জিআরপি থানার, তাই সিরাজগঞ্জ জিআরপি থানায় খবর দেয়া হয়।

সিরাজগঞ্জ জিআরপি পুলিশের এসআই আমিনুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির মুখের অংশ না থাকায় পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন