আন্তর্জাতিক ডেস্ক:
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ট্রাম্পের সঙ্গে তার এ সাক্ষাৎ এমন এক সময়ে হতে চলেছে যখন ইতালির এই প্রধানমন্ত্রী তার পররাষ্ট্রনীতি নিয়ে পরীক্ষার মুখে পড়েছেন।
গত বছরের ৫ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারো বিজয়ী হয়েছেন ট্রাম্প। আর এর মাধ্যমে দেশটির প্রায় আড়াইশো বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরতে চলেছেন সাবেক এ রিপাবলিকান প্রেসিডেন্ট। অবশ্য নির্বাচনে জিতলেও ট্রাম্প এখনো প্রেসিডেন্ট হিসেবে শপথ নেননি। আগামী ২০ জানুয়ারি তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। তবে এর আগেই যেন বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন রিপাবলিকান এই নেতা।
রোববার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স বলছে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ফ্লোরিডা যাচ্ছেন, যেখানে তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন বলে শনিবার ইতালীয় মিডিয়া জানিয়েছে।
উভয় নেতার এ বৈঠক নিশ্চিত হলে তা হবে এমন এক সময়ে যখন নিয়মিত সাংবাদিকতা ভিসার অধীনে কাজ করার সময়, গত ১৯ ডিসেম্বর ইরানে ইতালীয় সাংবাদিক সিসিলিয়া সালাকে গ্রেফতারের পর পররাষ্ট্রনীতি নিয়ে পরীক্ষার সম্মুখীন হচ্ছেন মেলোনি।
উল্লেখ্য, ড্রোনের যন্ত্রাংশ সরবরাহ করার অভিযোগে মার্কিন পরোয়ানায় মিলানের মালপেনসা বিমানবন্দরে ইরানি ব্যবসায়ী মোহাম্মদ আবেদিনীকে গ্রেফতার করার তিনদিন পর সালাকে আটক করা হয়। ওয়াশিংটন বলেছে, ২০২৩ সালের হামলায় জর্ডানে তিনজন মার্কিন সেনা সদস্যকে হত্যার ঘটনায় ড্রোনের যন্ত্রাংশ সরবরাহে দায়ী এই ইরানি ব্যবসায়ী। যদিও ইরান সেই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
বৈঠক বিষয়ে ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চেউং জানান, আমরা এমন বৈঠক নিয়ে আলোচনা করি না, যা হতেও পারে বা নাও হতে পারে। তবে এটি কোনো আশ্চর্যের বিষয় নয় যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরো ভালো সম্পর্ক গড়ে তোলার জন্য ট্রাম্পের ঐতিহাসিক জয়ের পর বিশ্ব নেতারা তার সঙ্গে যোগাযোগ করেছেন।
ইতালীয় প্রধানমন্ত্রী মেলোনির কার্যালয় অবশ্য ট্রাম্পের সঙ্গে তার সম্ভাব্য বৈঠক নিয়ে তাৎক্ষণিকভাবে গণমাধ্যমের প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করেনি। যদিও অনির্দিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন।