হোম আন্তর্জাতিক ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে অভিযুক্ত ইরানি নাগরিক

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে অভিযুক্ত ইরানি নাগরিক

কর্তৃক Editor
০ মন্তব্য 14 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে ইরানের এক ব্যক্তিকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, অভিযুক্ত ওই ব্যক্তির নাম ফরহাদ শাকেরি। ৫১ বছর বয়সী এই ব্যক্তিকে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করার দায়িত্ব দেওয়া হয়েছিল।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অভিযুক্ত শাকেরিকে এখনও গ্রেফতার করা হয়নি। তিনি বর্তমানে ইরানে আছেন বলে ধারণা করছে বিচার বিভাগ।

ম্যানহাটনের আদালতে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ডের এক কর্মকর্তা সেপ্টেম্বর মাসে শাকেরিকে ট্রাম্পের ওপর নজরদারি এবং তাকে হত্যার পরিকল্পনা তৈরি করতে নির্দেশ দেন।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, ‘বিচার বিভাগ এক ব্যক্তিকে অভিযুক্ত করেছে যাকে একাধিক হত্যার ষড়যন্ত্র পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, যার মধ্যে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ছিলেন।’

অভিযোগে বলা হয়েছে, শাকেরিকে সাত দিনের মধ্যে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল।

বিচার বিভাগ জানায়, ইরানের তীব্র সমালোচক এক মার্কিন সাংবাদিককে হত্যার জন্য আরো দুই ব্যক্তিকেও নিয়োগ দেওয়া হয়েছিল। এই ব্যক্তিরা হলেন ৪৯ বছর বয়সী কার্লিসল রিভেরা এবং ৩৬ বছর বয়সী জনাথন লোডহোল্ট।

তাদেরকে বৃহস্পতিবার নিউইয়র্কের আদালতে হাজির করা হয়। বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে আটক রাখা হয়েছে।

এই বছর ট্রাম্পের বিরুদ্ধে দুটি আলাদা হত্যাচেষ্টা হয়। জুলাইয়ে এক বন্দুকধারী পেনসিলভেনিয়ায় তার ওপর গুলি চালালে ট্রাম্পের কানের লতিতে গুলি লাগে। এরপর সেপ্টেম্বরে এক ব্যক্তি ট্রাম্পের ওপর রাইফেল তাক করেছিলেন যখন তিনি তার গলফ কোর্সে ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন