জাতীয় ডেস্ক :
পটুয়াখালীর মহিপুরে রাতের আঁধারে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৬ নভেম্বর) সকালে লতাচাপলি ইউনিয়নের খাজুরা বাহামকান্দা গ্রামে সড়কের পাশে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তার শরীরের চামড়া অধিকাংশ ঝলসে গেছে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত রশি ও সরঞ্জামও পাওয়া যায়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের জানান, বিদ্যুতায়িত হয়ে নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
