হোম অন্যান্যসারাদেশ টেকনাফ – সেন্টমার্টিন নৌ রুটে বার আউলিয়া পর্যটক জাহাজ পরীক্ষা মুলকভাবে চলাচল, কাল থেকে নিয়মিত

কক্সবাজার প্রতিনিধি:

টেকনাফ – সেন্টমার্টিন নৌ রুটে আজ ২৬ সেপ্টেম্বর বার আউলিয়া পর্যটক জাহাজটি পরীক্ষা মুলকভাবে চলাচল শুরু করেছেন। এসময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভুমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী।

জানা যায়, আগামীকাল ২৭ সেপ্টেম্বর থেকেই প্রবাল দ্বীপ এ জাহাজ চলাচল শুরু হবে। এদিন এম ভি বার আউলিয়া টেকনাফ থেকে ছেড়ে যাবে। ১ টি জাহাজ আপাতত চলবে, তাই টিকেট এর বেশ চাপ আছে। অক্টোবর ১৫ এর পর থেকে সকল জাহাজ চালু হওয়ার সম্ভাবনা আছে এবং সব কিছু ঠিক থাকলে এবার ১২টির অধিক জাহাজ টেকনাফ থেকে চলাচল করবে ।

প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমনে এ হোটেল বুকিং, জাহাজ টিকেট, বাস টিকেট বুকিং, ফুড প্যাকেজ, সম্পূর্ন ভ্রমন প্যাকেজ নেওয়ার ও সুবিধা পাবেন পর্যটকরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন