জাতীয় ডেস্ক :
কক্সবাজারের টেকনাফে অপহৃত ৪ কৃষকের পরিবারের কাছে মোবাইল ফোনে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারী চক্রের সদস্যরা।
সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অপহরণকারী চক্রের সদস্যরা অপহৃত আব্দুর রহমানের নিজস্ব ফোন থেকে কল করে তার বাবা গুরা মিয়ার কাছে এ মুক্তিপণ দাবি করে। তারমধ্যে আব্দুর রহমানের জন্য ১০ লাখ টাকা আর বাকি ৩ জনের জন্য ৫ লাখ করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
রোববার ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকায় ক্ষেত পাহারারত এ ৪ কৃষককে অপহরণ করে পাহাড়ে নিয়ে যাওয়া হয়।
অপহৃতরা হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকার আবুল হোসেনের ছেলে আব্দু সালাম, গুরা মিয়ার ছেলে আব্দুর রহমান, রাজা মিয়ার ছেলে মুহিব উল্লাহ ও রাজা মিয়ার ছেলে আব্দুল হাকিম।
টেকনাফ থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, টেকনাফের হ্নীলা থেকে অপহৃত ৪ কৃষককে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনায় ভুক্তভোগী পরিবারের কেউ এখনও পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেননি। এছাড়া ঘটনার রহস্য উদঘাটন এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
তবে অপহৃতদের স্বজনরা ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবির তথ্য দিলেও এ নিয়ে পুলিশ এখনও কারও কাছ থেকে অভিযোগ পাননি বলে জানান ওসি।
এ নিয়ে গত ৪ মাসে টেকনাফে ৩১ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।
