স্পোর্টস ডেস্ক:
প্রথম পাঁচ ম্যাচে মাত্র ৪ রান। এর মধ্যে দুই ম্যাচে ব্যাটিংয়েই নামেননি। এক ম্যাচে তো দলের আট উইকেট চলে যাওয়ার পরও নামেননি তিনি। চোখের সমস্যায় পুরো বিপিএলে খেলা নিয়েও ছিল শঙ্কা। সেখান থেকে ঘুরে দাড়িয়ে সাকিব আল হাসন যা করেছেন তা অবিশ্বাস্য। আসরের সেরা খেলোয়াড় হওয়ার বাজির দৌড়ে সাকিবই এখন সেরা বাজি।
বিপিএলের এবারের আসরে ১৬৮ স্ট্রাইক রেটে ২৪৯ রান সাকিবের। বল হাতেও নিয়েছেন ১৭ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের কারণেই সাকিবই টুর্নামেন্টসেরা হবেন বলে মনে করেন ক্যারিবীয় কিংবদন্তি ড্যারেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই অধিনায়ক বিপিএল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন আরও কয়েকটি।
বিপিএলে আগের নয় আসরে চারবার টুর্নামেন্টসেরা হয়েছেন সাকিব। আরও একবার তার সম্ভাবনা দেখছেন স্যামি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘একজন অলরাউন্ডার হিসেবে সাকিবকেই আমি বেছে নেব। ব্যাট হাতে সে রান করছে, বল হাতে উইকেট নিচ্ছে। আমার কাছে সেই বিপিএলের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়। তবে তাওহীদ হৃদয়কেও আলোচনার বাইরে রাখা যাচ্ছে না। সে একজন প্রতিদ্বন্দ্বী।’
টুর্নামেন্টে সবচেয়ে বেশি ছক্কার মালিক কে হবেন – তা নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন স্যামি। তার মতে টুর্নামেন্টের সবচেয়ে বেশি ছক্কার মালিক হবেন তাওহিদ হৃদয়। এবারের আসরে হৃদয় ছক্কা মেরেছেন ২০টি, সম্মান ছক্কা মেরেছেন চট্টগ্রামের তানজিদ তামিমও। কিন্তু শেষ পর্যন্ত হৃদয় তাকে ছাড়িয়ে যাবেন বলে বিশ্বাস স্যামির।
সর্বোচ্চ উইকেট শিকারির ভোটও সাকিবের বাক্সে দিয়েছেন স্যামি। এখন পর্যন্ত ২০ উইকেট নিয়ে শীর্ষে ঢাকার শরিফুল ইসলাম। কিন্তু তার দল প্লে-অফের আগেই ছিটকে গেছে। ১৭ সাকিবের সংগ্রহ ১৭ উইকেট আর মেহেদী হাসানের ১৫ উইকেট।
আসরের সবচেয়ে সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে হৃদয় ও সাইফউদ্দিনকে ধরছেন স্যামি। তিনি বলেন, ‘কুমিল্লা ভিক্টোরিয়ানসের তাওহিদ সর্বোচ্চ ছক্কার পুরস্কার জিতবেন। শরীফুল সর্বোচ্চ উইকেটশিকারি, তবে তার দল বাদ পড়েছে। আমার বাজি সাকিবের পক্ষে।’
বিপিএলের দশম আসরের চ্যাম্পিয়ন হতে যাচ্ছে কোন দল? – এ ক্ষেত্রে অবশ্য সাকিবের দলকে বেছে নেননি স্যামি। তার ভোট যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বাক্সে।