অনলাইন ডেস্ক:
মহান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান টুঙ্গিপাড়া ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার সকালে টুঙ্গিপাড়া উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ ক্যাম্পাসে উপজেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ঝটিকা মিছিল বের করেন।
এতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেমাস রহমান। মিছিলে অংশ নেন ১১ জন।
এ সময় ‘টুঙ্গিপাড়া ছাত্রলীগ, নেতা মোদের শেখ মুজিব’, ‘লও লও লাল সালাম’, ‘ছাত্রলীগ আসছে, রাজপথ কাঁপছে’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জয় বাংলা’সহ নানা স্লোগান দেন তারা।
পরে কলেজ প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা।
মিছিলে আরো উপস্থিত ছিলেন- টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল ফকির, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান, বর্ণি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রোমান মোল্লা, কুশলি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন।