হোম অর্থ ও বাণিজ্য টুইটারে সাইনআপের হার সর্বকালের সর্বোচ্চ!

বাণিজ্য ডেস্ক :

বাড়ছে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটারের ব্যবহারকারীর সংখ্যা। বর্তমানে টুইটারে সাইনআপের হার সর্বকালের সর্বোচ্চ বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির নতুন মালিক ইলন মাস্ক। তিনি আশা করছেন, টুইটারের নতুন ব্যবহারকারীদের সংখ্যা এক বছরের মাথায় মাসিক ১ বিলিয়নে পৌঁছাবে।

রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (২৭ নভেম্বর) এক টুইটবার্তায় ইলন মাস্ক জানান, টুইটারে সাইনআপের হার বর্তমানে সর্বোচ্চ।

টুইটারে তার পোস্ট করা একটি কোম্পানি টক-এর স্লাইডের তথ্য বলছে, গত সাত দিনে (১৬ থেকে ২২ নভেম্বর) সাইনআপ ছিল গড়ে দৈনিক দুই মিলিয়নেরও বেশি। এটি গত বছরের একই সপ্তাহের তুলনায় ৬৬ শতাংশ বেশি।

পৃথক এক টুইটবার্তায় ইলন মাস্ক বলেন, ‘আমি মনে করি, আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে টুইটারে মাসিক এক বিলিয়নেরও বেশি ব্যবহারকারী যোগ দেবে।’

গত মাসে ৪৪ বিলিয়ন ডলারে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটার কিনে নেন ইলন মাস্ক। এর পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রতিষ্ঠানটির রাজস্ব ব্যাপক হারে কমে যায়। যদিও এর জন্য তিনি বিজ্ঞাপনদাতাদের দায়ী করেন।

এদিকে চলতি মাসের শুরুর দিকে বিশ্বের এ শীর্ষ ধনী টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাই করেন। এর মধ্যে কমিউনিকেশন, কনটেন্ট কিউরেশন এবং হিউম্যান রাইটস অ্যান্ড এআই ইথিক্স-এর টিম অন্যতম।

এর আগে গত সপ্তাহে আমেরিকার অলাভজনক ওয়াচডগ সংস্থা মিডিয়া ম্যাটারস এক প্রতিবেদনে দাবি করে, অক্টোবরের শেষ থেকে টুইটার তার শীর্ষ ১০০ বিজ্ঞাপনদাতার অর্ধেকেই হারিয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন