বাণিজ্য ডেস্ক :
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের জন্য বিনিয়োগ খুঁজছেন ইলন মাস্ক। প্রতিষ্ঠানটির জন্য নতুন তহবিল সংগ্রহে বিনিয়োগকারীদের দ্বারে কড়া নাড়ছে মাস্কের দল। এ কথা জানিয়েছে এমনই এক বিনিয়োগকারী।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
টুইটারে আরও বিনিয়োগের জন্য ইলন মাস্কের প্রতিনিধি যোগাযোগ করেছেন, এমন এক বিনিয়োগকারী হলেন গারবার কাওয়াসাকি ওয়েলথ অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট ও সিইও রস গারবার।
তিনি রয়টার্সকে জানান, টুইটার কেনার সময়ে ইলন মাস্ক ডলার প্রতি যে অর্থ (৫৪ দশমিক ২০ ডলার) গুণেছেন, একই মূল্যে আরও শেয়ার কেনার জন্য মাস্কের এক প্রতিনিধি যোগাযোগ করেছেন।
আবার শুক্রবার (১৬ ডিসেম্বর) তহবিল সংগ্রহের সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাতে নিউজ প্ল্যাটফর্ম সেমাফোর জানিয়েছে, এই সপ্তাহে ইলন মাস্কের পারিবারিক অফিসের ব্যবস্থাপনা পরিচালক জ্যারেড বার্চাল সম্ভাব্য বিনিয়োগকারীদের কাছে গেছেন।
তবে এবিষয়ে জানতে টুইটার কর্তৃপক্ষ এবং ইলন মাস্কের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলে কোনো সাড়া পাওয়া যায়নি।
এদিকে মাস্কের টুইটার পরিচালনা পদ্ধতি নিয়ে উদ্বেগের মধ্যে বিজ্ঞাপনদাতারা একে একে টুইটার ছেড়ে পালিয়েছেন। এছাড়া টুইটার কেনার জন্য ইলন মাস্ক যে ১৩ বিলিয়ন ডলার ঋণ নিয়েছিলেন সে অর্থ সুদসহ পরিশোধ করার সক্ষমতা প্রতিষ্ঠানটির আছে কি না, তা নিয়েও উদ্বেগ বিরাজ করছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির আয়ও ক্রমাগত কমছে।
তাছাড়াও এই সপ্তাহের শুরুতে টেসলার আরও ৩ দশমিক ৫৮ বিলিয়ন ডলারের ২২ মিলিয়ন শেয়ার বিক্রি করে দিয়েছেন ইলন মাস্ক। এতে গত এক বছরেই সব মিলিয়ে টেসলার প্রায় ৪০ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করেছেন তিনি।
চলতি বছর পুঁজিবাজারের প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে টেসলার শেয়ারের দাম সবচেয়ে খারাপ অবস্থানে ছিল। কারণ বিনিয়োগকারীরা ইলন মাস্কের কর্মকাণ্ডে বেশ উদ্বিগ্ন। তারা মনে করেন টুইটার কেনার পর মাস্ক টেসলার দিকে ঠিক তেমন একটা মনোযোগ দিচ্ছেন না।
বুধবার (১৪ ডিসেম্বর) নিউইয়র্কভিত্তিক সূচক নির্ধারণকারী প্রতিষ্ঠান নাসড্যাকের তথ্য বলছে, ২০২০ সালের পর প্রথমবারের মতো টেসলার সব শেয়ারের দাম ৫০০ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে। গত বছরের শেষে টেসলার শেয়ার দর ১ ট্রিলিয়ন ডলারেরও বেশি ছিল।
