খেলাধূলা ডেস্ক :
রাত পোহালেই শুরু ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বৈশ্বিক আসর টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এই মেগা আসরটি শুরু হবে রোববার (১৬ অক্টোবর) সকাল থেকে। প্রথম পর্বে মুখোমুখি হবে গ্রুপ পর্বে লড়াই করা ৮ দল। আর উদ্বোধনী ম্যাচেই নামিবিয়ার বিপক্ষে নামছে শ্রীলঙ্কা। কিন্তু সুপার টুয়েলভে ওঠার পথ কতটা সহজ এশিয়ার চ্যাম্পিয়নদের জন্য?
এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে ১৬টি দল। প্রথম রাউন্ডে টুর্নামেন্টের শুরুটা হচ্ছে ৮ দলের লড়াই দিয়ে। ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কা, নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্ডস। ‘বি’ গ্রুপে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে।
প্রতিটি দল গ্রুপের বাকি তিন প্রতিপক্ষের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। এরপর শুরু হবে বিশ্বকাপের ‘সুপার টুয়েলভ’-এর মূল পর্ব। দুটি গ্রুপ থেকে পয়েন্ট তালিকার সেরা দুটি দল জায়গা করে নেবে সুপার টুয়েলভে।
সম্প্রতি খর্ব শক্তির দল নিয়েই লঙ্কানরা এশিয়া কাপে শিরোপা জিতে তারা দেখিয়ে দিয়েছে নিজেদের সামর্থ্য। আর এবার মূল পেসাররাও ফেরায় শক্তি বেড়েছে আরও। তাই সুপার টুয়েলভে ওঠার পথ খুব একটা কঠিন হওয়ার কথা না তাদের জন্য।
দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মধ্যে প্রাথমিক পর্বে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে লঙ্কানরা। দল হিসেবেও তারা আছে ভালো অবস্থানে। এছাড়া দলের সেরা পেসার দুশমন্থ চামিরা চোটের জন্য এশিয়া কাপে খেলতে পারেননি, ছিলেন না আরেক গতি তারকা লাহিরু কুমারাও। কিন্তু বিশ্বকাপে দুজনই আছেন দলে। এতে তাদের আত্মবিশ্বাসও বেড়েছে অনেক।
বিশ্বকাপ শুরুর আগের দিন শনিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে সব দলের অধিনায়কদের নিয়ে আলাদা সংবাদ সম্মেলন। আনুষ্ঠানিক ওই সংবাদ সম্মেলনেই লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা জানান, এশিয়া কাপ জেতার আত্মবিশ্বাস পুরো দলকে চাঙা করে রেখেছে। ব্যাটিংয়ের দিকে বাড়তি মনোযোগ দেয়ার কথাও বলেন তিনি।
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে মাত্র একবারই মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও নামিবিয়া। বিশ্বকাপের গত আসরে প্রথম রাউন্ডের ম্যাচে নামিবিয়াকে ৯৬ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটে জিতেছিল শ্রীলঙ্কা।