হোম আন্তর্জাতিক টিকাবিরোধী বিক্ষোভের মধ্যে আশা জাগানিয়া ফাইজার

আন্তর্জাতিক ডেস্ক :

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের দাপটে দিশেহারা বিশ্ব। ফ্রান্সেই গত ২৪ ঘন্টায় করোনায় শনাক্ত পাঁচ লাখেরও বেশি মানুষ। এ অবস্থায় আশার আলো জাগিয়ে ফাইজার ওমিক্রনের টিকার পরীক্ষা শুরু করেছে। অন্যদিকে টিকা ও বিধিনিষেধ বিরোধী বিক্ষোভে উত্তাল জার্মানি। উল্টোচিত্র ইসরাইলে। করোনার চতুর্থ ডোজ টিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দেশটি।

টিকা ও বিধিনিষেধ বিরোধী বিক্ষোভে উত্তাল জার্মানি। কয়েক হাজার মানুষ রাস্তায় বিক্ষোভে অংশ নেন। এসময় টিকাবিরোধী নানা রকম স্লোগান দেন তারা। এ অবস্থায় ওমিক্রনে দিশেহারা বিশ্বকে স্বস্তির বাণী শুনালো যুক্তরাষ্ট্রের টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার। এই ভ্যারিয়েন্টের ভ্যাকসিনের পরীক্ষা শুরু করেছে তারা।

করোনা মহামারি বন্ধে সাধারণত দুডোজের যে টিকা দেওয়া হচ্ছে, তার কিছু সুরক্ষাবলয়কে পাশ কাটিয়ে ওমিক্রনও মানুষকে আক্রান্ত করতে পারছে। যারা এখনো টিকা নেননি কিংবা যারা দুডোজের টিকা নিয়েছেন—তাদের জন্য ওমিক্রনপ্রতিরোধী টিকা আবিষ্কারের পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছে ওষুধ কোম্পানিটি।

এছাড়া তিন থেকে ছয় মাস আগে ফাইজার-বায়োএনটেকের তিন ডোজ নেওয়াদের ওমিক্রনভিত্তিক চতুর্থডোজ দিতে বর্তমানে একটি পরীক্ষা চালানো হচ্ছে।

এই পরীক্ষায় অংশ নিতে এখন পর্যন্ত এক হাজার ৪০০ ব্যক্তি নিজেদের নাম নথিভুক্ত করেছেন। এখন তাদের শরীরের সহনশীলতা ও নিরাপত্তার ওপর গবেষণা করা হবে বলে জানিয়েছে ফাইজার-বায়োএনটেক।

এক বিবৃতিতে ফাইজারের টিকা গবেষণা ও উন্নয়নবিষয়ক প্রধান ক্যাথরিন জানসেন বলেন, বর্তমান গবেষণা ও রিয়েল-ওয়ার্ল্ড উপাত্তে (আরডব্লিউডি) দেখা গেছে, ওমিক্রনে আক্রান্ত হওয়ার পর রোগ মারাত্মক রূপ নেওয়া কিংবা হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ার বিরুদ্ধে সর্বোচ্চ সুরক্ষা দিচ্ছে বুস্টার ডোজ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই সুরক্ষাবলয় কমতে থাকলে আমাদের প্রস্তুত হওয়া থাকা দরকার বলে মনে হচ্ছে। ভবিষ্যতে ওমিক্রন কিংবা অন্য ধরন থেকে সুরক্ষা পেতে বুস্টার ডোজ সম্ভাব্য সহায়ক হবে।

ফাইজার বলছে, ওমিক্রন থেকে সুরক্ষায় দুডোজের টিকা পর্যাপ্ত নাও হতে পারে। টিকায় হাসপাতালে ভর্তি হওয়া কিংবা মৃত্যু কমিয়ে আনার মতো সুরক্ষাবলয় আস্তে আস্তে কমে আসতে পারে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে, কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার পর রোগীকে হাসপাতালে ভর্তি হওয়া থেকে ৯০ শতাংশ সুরক্ষা দেয় ফাইজার-বায়োএনটেকের মতো এমআরএনএ টিকার তৃতীয় ডোজ।

কোনো কোনো দেশে অতিরিক্ত বুস্টার ডোজ দেওয়াও শুরু হয়েছে। কিন্তু সম্প্রতি ইসরাইলের এক গবেষণায় দেখা গেছে, এমআরএনএ টিকার চতুর্থ ডোজ অ্যান্ডবডিকে শক্তিশালী করলেও ওমিক্রনের মতো সংক্রমণ থেকে রক্ষায় তা যথেষ্ট না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন