ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছা উপজেলার বিভিন্ন এলাকায় টিউবওয়েলের পানির সংকট দেখা দিয়েছে। এতে সাধারান মানুষ পানি শুন্যতায় ভুগছেন, অনেকটা বাধ্যগ্রস্থ হয়ে অনেকেই পুকুরের পানি ব্যাবহার করছেন। যদিও পূর্বে এমন সমস্যা থাকলেও এ বছর তীব্র থেকে আরো তীব্র আকার ধারন করেছে। তবে বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত সাব-মার্সিবল পাম্প স্থাপন ও ফসলি জমিতে সেচ এবং গভীর নলকূপ গুলোর জন্যই পানির স্তর অনেক নিচে নেমে যাওয়ায় টিউবওয়েল গুলোতে পানির সংকট দেখা দিয়েছে। বিশেষ করে অগভীর টিউবওয়েল গুলোতে এরকম পরিস্থিতি বেশি দেখা দিয়েছে বলে ধারনা করা হচ্ছে। স্থানীয় সুত্রে জানা গেছে, ঝিকরগাছা উপজেলার বিভিন্ন এলাকাতে গরমের প্রকোপ পড়ার কিছুদিনের মধ্যে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। উপজেলার অধিকাংশ ইউনিয়ন গুলোতে টিউবয়েলে পানি মিলছে না। বিশেষ করে দক্ষিণ ঝিকরগাছার নির্বাশখোলা, হাজিরবাগ,বাঁকড়া ও শংকরপুর ইউনিয়নের একাধিক এলাকায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এলাকার কিছু স্থানের মানুষ বিশুদ্ধ পানির অভাবে পুকুরের ময়লা পানি ফুটিয়ে পান করছেন। অথবা অনেকেই কয়েক কিলোমিটার দুর থেকে কাধে কিংবা কাখেঁ কলসিতে করে নিয়ে আসছেন বিশুদ্ধ পানি।
১০নং শংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম এর কাছে জানতে পেরেছি, পানির সংকট এখন চরম আকার ধারন করেছে,আগে এত খাবার পানির সংকট দেখা যায়নি। এ বছর আমাদের আশেপাশের অধিকাংশ ওয়ার্ড গুলোর টিউবয়েল অকেজো হয়ে পড়েছে। টিউবয়েলের হাতল ধরে অনেক সময় ধরে চাপাচাপি করলেও মিলছে না পানি । যদিও আমরা ওয়ার্ড ভুক্ত পৌরসভার সাপ্লায়ের পানি পান করতে পারি না। পানির জন্য আমরা অনেক কষ্টের মধ্যে আছি, এবং অনেকেই পুকুরের, ডোবার পানি ফুটিয়ে পান করছি। তবে এভাবে চলতে থাকলে আমরা নানা ধরনের রোগ ব্যাধির কবলে পড়তে পারি। তাই বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান, মাননীয় জাতীয় সংসদ সদস্য সহ সর্বোপরি কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।