নিজস্ব প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উপলক্ষে আজ বৃহস্পতিবার (৫ জুন) থেকে আগামী ১৪ জুন (শনিবার) পর্যন্ত টানা ১০দিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে, আমদানি রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও এই সময়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন। ঈদের ছুটি শেষে আগামী ১৫ জুন (রবিবার) থেকে বন্দরের কার্যক্রম যথারীতি শুরু হবে।
ভোমরা কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আবু মুছা জানান, ঈদের সময় কর্মকর্তা-কর্মচারীরা যাতে স্বাচ্ছন্দ্যভাবে ঈদের উদযাপন করতে পারেন সেই লক্ষে গত ১৭ মে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের মাসিক সভায় আজ ৫ জুন (বৃহস্পতিবার) থেকে আগামী ১৪ জুন (শনিবার) পর্যন্ত বন্দরের আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। ঈদের ছুটি শেষে আগামী ১৫ জুন (রবিবার) থেকে বন্দরের আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে। বিষয়টি ভোমরা ল্যান্ড কাস্টমস স্টেশনের সহকারী কমিশনার বরাবর পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে। তিনি আরও জানান, ভোমরা বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০টি ট্রাকে পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে।
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুফান দুলাল মন্ডল জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা এই সময়ে যথারীতি যাতায়াত করতে পারবেন।
ভোমরা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা রাসেল আহমেদ জানান, ঈদের সময় বন্দর বন্ধের কোনো সরকারি আদেশ নেই। তবে দুই দেশের ব্যবসায়ীদের সমন্বিত সিদ্ধান্তেই আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এফলে স্বাভাবিকভাবেই এ সময় বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম কার্যত বন্ধ থাকে।