হোম খুলনাযশোর টানা পঞ্চমবার জিল্লুর রশীদ যশোর জেলার শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত

টানা পঞ্চমবার জিল্লুর রশীদ যশোর জেলার শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত

কর্তৃক Editor
০ মন্তব্য 32 ভিউজ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি :

শিক্ষা প্রশাসনে দক্ষতা, স্বচ্ছতা ও মানবিক নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে একটানা পঞ্চমবার যশোর জেলার শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন এস.এম. জিল্লুর রশীদ। তিনি বর্তমানে যশোরের মনিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থী বান্ধব পরিবেশ সৃষ্টি, নিয়মিত পরিদর্শন, প্রশাসনিক শৃঙ্খলা ও ভিজিটাল ব্যবস্থাপনায় দক্ষতার স্বীকৃতি স্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। মনিরামপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল কুদ্দুস বলেন, এস.এম. জিল্লুর রশীদ স্যার শুধু একজন কর্মকর্তা নন, তিনি একজন প্রকৃত অভিভাবক। তাঁর দিকনির্দেশনা ও আন্তরিক সহযোগিতায় উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা ও শিক্ষার মান, দৃশ্যমানভাবে বেড়েছে। একই উপজেলার বাকোশপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোদাচ্ছের আলী বলেন, শিক্ষকদের সমস্যা ও প্রয়োজনের বিষয়ে তিনি সবসময় সহানুভূতিশীল। নিয়মের বাইরে না গিয়ে মানবিক দৃষ্টিভঙ্গিতে সিদ্ধান্ত নেওয়ার কারণে শিক্ষক সমাজ তাঁর ওপর আস্থা রাখে। এ বিষয়ে প্রতিক্রিয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. জিল্লুর রশীদ বলেন, এই স্বীকৃতি একার নয়, এটি মনিরামপুর উপজেলার সকল শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি দায়িত্বকে সম্মান হিসেবে বিবেচনা করি এবং ভবিষ্যতেও শিক্ষার মান উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই। উল্লেখ্য, একটানা পাঁচবার জেলার শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ায় শিক্ষা সংশ্লিষ্ট মহলে ব্যাপক প্রশংসা ও সন্তোষ প্রকাশ করা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন