হোম জাতীয় টাঙ্গাইলে সড়কে মিলল নারীর মরদেহ

জাতীয় ডেস্ক :

টাঙ্গাইলের ভূঞাপুরে আঞ্চলিক মহাসড়কের ওপর থেকে মালা (২৬) নামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোবারক নামে এক অটোরিকশা চালককে আটক করা হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৮ অক্টোবর) গভীর রাতে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উপজেলার তাড়াই এলাকায় সড়কের ওপর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মালা গোপালপুর উপজেলার নলীন গ্রামের দেলোয়ার খানের স্ত্রী এবং উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুরা গ্রামের তারা খানের মেয়ে।

নিহতের চাচাতো ভাই আলমগীর হোসেন বলেন, গভীর রাতে তাড়াই কবরস্থানের পাশে সড়কের ওপর রক্তাক্ত অবস্থায় পড়েছিল মালা। পরে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এর আগে মালা ঢাকায় গার্মেন্টকর্মী বোন শাপলার বাসায় বেড়াতে যায়। সেখান থেকে বোনকে না জানিয়ে মঙ্গলবার রাতে বাড়ির উদ্দেশে চলে আসে। পরে গভীর রাতে ভূঞাপুর বাসস্ট্যান্ড থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাবার বাড়ির উদ্দেশে রওনা হয়। পরে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের তাড়াই এলাকায় সড়কের ওপর তার মরদেহ পাওয়া যায়।

ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হক বলেন, খবর পেয়ে সড়কের ওপর থেকে রক্তাক্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করি। তার তিন সন্তান স্বামী দেলোয়ারের কাছে থাকেন। তবে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বাবার বাড়ি জগৎপুরাতেই থাকতেন তিনি। ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে এখনও কোনো মামলা হয়নি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন