জাতীয় ডেস্ক:
টাকা লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক (এসআই) মানিক রানাকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
রোববার (২৫ জুন) সকালে সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন ক্লোজড হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, টাকা লেনদেনের ঘটনার অভিযোগ আসায় এসআই মানিক রানাকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
শনিবার (২৪ জুন) বিকেলে সদর থানার এসআই মানিক রানা থানায় তার নির্ধারিত টেবিলে বসে এক ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছেন এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে আপলোড করা হয় এবং কিছুক্ষণ পর সেটি সরিয়ে ফেলা হয়।