হোম জাতীয় টাকা না দেয়ায় বাবাকে ছুরিকাঘাতে হত্যা

জাতীয় ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় টাকা না দেয়ায় মগুল হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে।

রোববার (২৩ অক্টোবর) সকালে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মগুল মিয়া ওই এলাকার মৃত নবী হোসেনের ছেলে। তিনি সৌদিপ্রবাসী ছিলেন। এ ঘটনার পরপরই নিহতের ছেলে মনির হোসেন (৩১) ও তার স্ত্রী বাড়ি ছেড়ে পালিয়েছেন।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানান, দীর্ঘদিন সৌদি আরব থাকা মগুল হোসেন এক মাস আগে দেশে ফেরেন। মগুলের দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে মনির সবার বড়। তিন সন্তানের জনক মনির ছিল অনেকটা ভবঘুরে প্রকৃতির। তার বিরুদ্ধে রয়েছে মাদকসেবন ও একাধিক বিয়ের অভিযোগ।

ছেলে মনির বিভিন্ন দোকানে ও মানুষের কাছে অনেক দেনা করেছে। ওই দেনা পরিশোধের জন্য বাবাকে চাপ দিত সে।

আসলাম হোসেন আরও জানান, রোববার ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতে ফেরেন মগুল মিয়া। কিছুক্ষণ পর বাবার কাছে টাকা চায় মনির। এতে অস্বীকৃতি জানালে মনির উচ্চৈঃস্বরে চেঁচামেচি শুরু করে। একপর্যায়ে বাবার বুকে ছুরি বসিয়ে দেয়। এ সময় আহত মগুলকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে এ ঘটনায় দুপুর পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন