টাকা না দিলে এবার পুরোনো ভেরিফায়েড আইডির ব্লু টিক মুছে দেয়ার ঘোষণা দিলো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। আগামী এপ্রিলের থেকেই এ নতুন নিয়ম কার্যকর হবে করা হবে বলেও টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যথায় ব্যাবহারকারীর নামের পাশ থেকে ব্লু টিক মুছে ফেলা হবে।
গত বছর জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম কিনে নেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক। এরপর থেকেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে কারণে খবরে শিরোনাম হয়েছেন তিনি। এসবের মধ্যে অন্যতম ছিল ব্যবহারকারীদের অর্থের মাধ্যমে ব্লুটিক সেবা প্রধান করা।
সেসময় মাস্ক ঘোষণা দেন, অর্থের বিনিময়ে যে কেউই ব্লু টিক চিহ্ন যোগ করতে পারবে।আপস.আগে অভিনেতা, খেলোয়াড়, রাজনীতিবিদ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের অ্যাকাউন্টকে ভেরিফায়েড হিসেবে চিহ্নিত করতে তাদের নামের পাশে ব্লু টিক দেয়া হত।
এসবের মধ্যেই নতুনঅর্থ না দিলে ‘পুরোনো ভেরিফায়েড আইডির’ ব্লু টিক মুছে দেবে টুইটারযুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্ক গত বছর টুইটারের মালিকানা কেনার পর ঘোষণা দেন—যারা নামের পাশে ব্লু টিক চিহ্ন যোগ করতে চান তারা অর্থ দিলেই এটি পাবেন।
আগে অভিনেতা, খেলোয়াড়, রাজনীতিবিদ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের অ্যাকাউন্টকে ভেরিফায়েড হিসেবে চিহ্নিত করতে তাদের নামের পাশে ব্লু টিক দেয়া হত। তবে টুইটার সিদ্ধান্ত নিয়েছে, পূর্বে সাধারণ সময়ে অর্থ ছাড়া যেসব অ্যাকাউন্ট ভেরিফায়েড করা হয়েছে, এখন তাদেরও অর্থ দিতে হবে। আর নয়ত নামের পাশ থেকে ব্লু টিক মুছে ফেলা হবে।
এপ্রিলের ১ তারিখ থেকেই এ নতুন নিয়ম কার্যকর হবে। মূলত ব্লু টিক সেবা দেয়ার সাবক্রিপশনের পরিমাণ বাড়ানোর আশায় নতুন এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইটটি।
সংস্থাটি জানিয়েছে, যারা ব্লু টিক চিহ্ন রাখতে চান তাদের সাবসক্রিপশন করতে হবে।এ ব্যাপারে শুক্রবার টুইটার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে টুইট করে বলা হয়েছে, ‘১ এপ্রিল থেকে, আমরা আমাদের পুরোনো ভেরিফায়েড কার্যক্রম গুটিয়ে ফেলা এবং ভেরিফায়েড চিহ্ন সরিয়ে ফেলার কাজ শুরু করব। আপনার ব্লু টিক চিহ্ন রাখতে টুইটার ব্লুতে সাইনআ্প করুন।’
এদিকে টুইটারে ব্লু টিক চিহ্ন পেতে যারা অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইস থেকে তাদের প্রতি মাসে ১১ ডলার খরচ করতে হবে। আর ওয়েবসাইট থেকে সাবক্রিপশন করলে দিতে হবে ৮ ডলার। এছাড়া টুইটারের বার্ষিক প্যাকেজও রয়েছে। যদি কেউ এক বছরের জন্য ব্লু টিক চিহ্ন নিতে চান তাহলে তারা ১২ শতাংশ ছাড় পাবেন।