হোম অর্থ ও বাণিজ্য টাকার মান আরও ১ টাকা ৬০ পয়সা কমল

বাণিজ্য ডেস্ক :

বাংলাদেশ ব্যাংক ডলারের বিপরীতে টাকার দাম আবারও কমিয়েছে। এবার এক টাকা ৬০ পয়সা কমিয়ে প্রতি ডলারের বিনিময়মূল্য ৯১ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে ডলারের বিনিময়মূল্য ৮৯ টাকা ৯০ পয়সা ছিল।

সোমবার (৬ জুন) এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে গেল বৃহস্পতিবার (২ জুন) টাকার বিপরীতে ডলারের মান ৯০ পয়সা বাড়ানো হয়। তার আগে গেল ২৯ মে টাকার মান এক লাফে ১ টাকা ১০ পয়সা কমিয়ে আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দাম ৮৯ টাকা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ২৩ মে ৪০ পয়সা কমিয়ে ৮৭ টাকা ৯০ পয়সা করা হয়।

এদিকে আমদানিকারকদের কাছে প্রতি ডলারের জন্য ৯৫ টাকার বেশি রাখছে ব্যাংকগুলো। এছাড়া ৯৩ থেকে ৯৪ টাকা দরে রেমিট্যান্স আনছে।

এর আগে গেল বৃহস্পতিবার রেমিট্যান্স আনতে ডলারের দামের সীমা তুলে নেয়া হয়।

দেশের ডলারের সংকট মোকাবিলা করতে বাংলাদেশ ব্যাংক নানা পদক্ষেপ নিয়েছে। এ মাসেই এখন পর্যন্ত দুই দফায় ডলারের দাম বাড়িছে বাংলাদেশ ব্যাংক।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন