খেলাধূলা ডেস্ক :
ডারবান টেস্টের হতাশার পর পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম দিনটা মোটের ওপর খারাপ যায়নি বাংলাদেশের। ভুল সিদ্ধান্তে রিভিউ নষ্ট কিংবা আম্পায়ারদের বাজে সিদ্ধান্তের পরও শেষ বিকেলটা নিজেদের করে নিয়েছিলেন তাইজুল-খালেদরা। কিন্তু দ্বিতীয় দিনে এরই মধ্যে দুটি উইকেট হারালেও বলতে গেলে ওয়ানডে মেজাজেই রান তুলছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
পোর্ট এলিজাবেথ টেস্টে দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৬ উইকেটে ৩৭৮ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। উইয়ান মুল্ডার ৩৩ ও কেশব মহারাজ ৫৩ রান নিয়ে ক্রিজে আছেন। এতে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে স্বাগতিকরা।
প্রথম দিনের ৫ উইকেটে ২৭৮ রান নিয়ে শনিবার (৯ এপ্রিল) খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। কাইল ভেরাইন্নে ও উইয়ান মুল্ডার দুজনে মিলে দিন শুরু করেন। তবে দলীয় ৩০০ রানে খালেদের শিকার হয়ে ফিরে যান ভেরাইন্নে।
আগের ওভারেই ওভারথ্রো করে দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক ব্যাটার কাইল ভেরাইন্নের সঙ্গে একচোট কথাকাটাকাটি হয়েছিল খালেদ আহমেদের। আম্পায়ার এসে পরে সাবধানী কিছু একটা বলছিলেন অধিনায়ক মুমিনুল হককেও। পরে দেখা যায়, ড্রেসিংরুম থেকে মাঠে নেমে মুশফিককে কিছু একটা বলছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও।
খালেদ তাতিয়ে দেওয়ার পরই মেজাজ হারিয়ে ফেলেন ভেরাইন্নে। ফিরতি ওভারে খালেদকে পেতেই একটি বাউন্ডারিও হাঁকিয়ে সতীর্থদের বাহবাও পাচ্ছিলেন। কিন্তু পরের বলেই স্টাম্প উপড়ে গেল। ফিরতে হলো খালেদের ওপর অযথা মেজাজ হারিয়ে মারতে গিয়েই। লড়াইয়ে শেষমেশ জয়ী হলেন খালেদই।
তবে এরপর বাধা হয়ে দাঁড়ান মহারাজ। মুল্ডারকে নিয়ে দারুণ জুটি গড়ে তোলেন তিনি। দুজনই ওয়ানডে মেজাজে রান তুলতে থাকেন। এতে দিশেহারা হয়ে পড়েন টাইগার বোলাররা। টেস্ট ক্যারিয়ারে চতুর্থ ফিফটি তুলে নেন মহারাজ। কিন্তু এরপরই খেই হারান মুল্ডার। ব্যক্তিগত ৩৩ রানে তাইজুল ইসলামের বলে ক্লিন বোল্ড হয়ে ফেরেন তিনি। এর খানিক পরই প্রথম সেশনের খেলা শেষ হয়।