খেলাধূলা ডেস্ক :
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। সেঞ্চুরিয়ানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত স্বাগতিকদের। ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।
নানা নাটকীয়তার পর দলের সঙ্গে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান যোগ দিলেও প্রথম ম্যাচে তিনি থাকছেন কি না সেটি নিয়ে একটা অনিশ্চয়তা ছিল। তবে শেষমেশ তাকে নিয়েই একাদশ ঘোষণা করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার মাটিতে দেশটির বিপক্ষে জয়ের রেকর্ড নেই বাংলাদেশের। প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডেতে সাকল্য চার জয়ের দুটিই বিশ্বকাপের মঞ্চে। এ ছাড়া বাকি দুটি জয় বাংলাদেশে। তবে এবার নতুন করে ইতিহাস লিখতে চায় তামিম ইকবাল বাহিনী।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘পরিসংখ্যান দেখি আর যাই দেখি আমাদের ভালো করতে হবে। আমাদের চ্যালেঞ্জ নিতে হবে। ওরা অনেক শক্তিশালী হয়েই আসবে- এটাতে কোনো সন্দেহ নেই। এটাকে আমাদের ভালোভাবে সামলাতে হবে।’
এদিকে সেঞ্চুরিয়ানে এখনো ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়নি বাংলাদেশের। বাংলাদেশ অধিনায়ক তামিম ভালো করেই জানেন, সেখানে তাদের জন্য কী চ্যালেঞ্জ অপেক্ষা করছে, সেসব মোকাবিলা করতে প্রস্তুতিও সেরেছেন তামিমরা। ওয়ানডে অধিনায়ক বলেন, ‘এই মাঠে আমাদের ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা খুব বেশি নেই। আমরা জানি যে এখানে খেলা আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। যদি পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে দেখা যায়, এখানে অনেক রান হয়। মাঠের পরিমাপ ছোট ও আউটফিল্ড ভালো। এটা হাই স্কোরিং মাঠ।’
অন্যদিকে, ভালো কিছু করতে তামিমের বড় ভরসা টাইগার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারও প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে রেকর্ডের সামনে দাঁড়িয়ে। ২১৮ ওয়ানডেতে লাল-সবুজের প্রতিনিধিদের হয়ে তিনি এখন পর্যন্ত ৪৯টি অর্ধশতক হাঁকিয়েছেন। এ ম্যাচে অর্ধশত রান পেরোতে পারলেই ওয়ানডেতে হাফ সেঞ্চুরির হাফ সেঞ্চুরি হবে তার।
এদিকে, দক্ষিণ আফ্রিকার মাটিতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতের মতো ক্রিকেট পরাশক্তির দেশগুলো বরাবরই ব্যর্থ। আর বাংলাদেশতো সেখানে ক্রিকেটের কোনো সংস্করণেই জয় পায়নি। তবে পরিসংখ্যানে এগিয়ে থাকার স্বস্তি থাকলেও অধিনায়ক তামিম ইকবালের দলকে খাটো করে দেখছে না স্বাগতিকরা।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা বলেন, ‘বাংলাদেশকে ছোট না করেই বলছি, মানসিকতা ও ভালো করার চেষ্টার জায়গা থেকে আমরা যেন পিছিয়ে না থাকি, সেই চেষ্টা করতে হবে। আমরা যেন তাদের হালকাভাবে না নেই। নিজেদের বারবার মনে করিয়ে দেওয়া কোন কোন জিনিসগুলো আমরা ঠিক করেছি, আমাদের দল হিসেবে কোথায় আছি। প্রতিপক্ষ যেই হোক, যেন পারফরম্যান্সটা নিজেদের মানের সঙ্গে যায়।’
বাংলাদেশের একাদশ
তামিম ইকবাল খান (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং ইয়াসির আলি চৌধুরী।
দক্ষিণ আফ্রিকা একাদশ
টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কো জানসেন, জানেমান মালান, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রেসি ভ্যান ডার ডুসেন ও কাইল ভেরেইন্নে।