হোম অন্যান্যসারাদেশ ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে নৌকা প্রতীকের প্রার্থীতা বাতিল

ঝিনাইদহ অফিস :

আচরণবিধি লঙ্ঘনের অপরাধে ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী আব্দুল খালেকের প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের উপ-সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে গত ১৮ মে প্রতিদ্বন্দ্বী সতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের ব্যবসায় প্রতিষ্ঠানে ভাংচুর, গত ১ জুন বুধবার সন্ধ্যায় শহরের ধোপাঘাটা ব্রীজ এলাকায় সতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, মারপিট করেন তার সমর্থকরা।

এর আগে আচরণবিধি লঙ্ঘনের ব্যাখা চাওয়ার পর তিনি ক্ষমা প্রার্থনা করেন। তারপরও তার সমর্থকরা এ ধরনের কাজ করায় পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘন করায় আইনের ৩২ ধারা অনুযায়ী প্রার্থীতা বাতিল করেন। এ সংবাদ জানার পর বন্ধ হয়ে যায় প্রার্থীর নির্বাচনী প্রচারণা।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন