ঝিনাইদহ অফিস :
ঝিনাইদহের কালীগঞ্জের লাউতলা নামক স্থানে ঘন কুয়াশায় যাত্রীবাহি বাস খাদে পড়ে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। বৃহঃবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত মিরাজ (২৩) উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের রজব আলীর ছেলে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, সকালে কালীগঞ্জ শহর থেকে যাত্রীবাহি শাপলা পরিবহনের একটি বাস চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে লাউতলা নামক স্থানে পৌছালে বাসটি রাস্তার পাশে উল্টে পড়ে। এতে ঘটনা স্থলেই হেলপার মিরাজ নিহত হয়। সেসময় আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।