হোম অন্যান্যসারাদেশ ঝিনাইদহ কালীগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় ও মাস্ক বিতরণ

ঝিনাইদহ অফিস :

ঝিনাইদহের কালীগঞ্জে মুখে মাস্ক না থাকা ও করোনার স্বাস্থ্যবিধি প্রতিপালন জোরদার করতে ৭ টি মামলায় ৪ হাজার ৭ শত টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৯জানুয়ারী) বিকালে কোভিড- ওমিক্রণ এর বিস্তার রোধে স্বাস্থ্যবিধি প্রতিপালন জোরদার করতে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুল্লাহ এর পরিচালনায় কালীগঞ্জ উপজেলার পৌর শহরের মুধুগঞ্জ বাজার সহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা ও মাস্ক বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার( ভূমি) হাবিবুল্লাহ জানায়, এ মোবাইল কোর্ট পরিচালনাকালীন সময়ে মুখে মাস্ক না থাকায় ও করোনা ওমিক্রন নামক মহামারির স্বাস্থ্যবিধি না মানার দায়ে ৭ জনকে অর্থদণ্ডের মামলা দেওয়া হয়েছে, এতে নগদ ৪ হাজার ৭ শত টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে এবং সাধারণ পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা সহ করোনা মহামারি ওমিক্রণ রোধে স্বাস্থ্য সচেতনতা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে ।

তিনি আরো বলেন, কোভিড-১৯ এর বিস্তার রোধে এ অভিযান আরো জোরদার করা হবে এবং অভিযান অব‍্যাহত থাকবে।

সেজন্য ঘরের বাইরে বের হলে সবাইকে মুখে মাস্ক পরা সহ সরকারি সকল স্বাস্থ্যবিধি নির্দেশনা মেনে চলার আহব্বান জানায়। এ অভিযানে কালীগঞ্জ থানার এসআই সহ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন