হোম অন্যান্যসারাদেশ ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২, আহত ৮

অনলাইন ডেস্ক:

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও আট জন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে সদর উপজেলার মুরারীদহ ও পোড়াহাটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামের ওসমান মোল্লার স্ত্রী ঝাঁপু খাতুন (৬৫) এবং ঝিনাইদহ শহরের ১নং পানির ট্যাংকি পাড়ার সচিন নন্দির ছেলে নারায়ণ চন্দ্র নন্দি (৬৩)।

ঝিনাইদহ সদর থানার (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে রোগী দেখে ভ্যান যোগে বাড়ি ফিরছিলেন ঝাঁপু খাতুন। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের তামান্না পার্ক এলাকায় পৌঁছালে ভ্যানের চাকার সঙ্গে শাড়ি পেঁচিয়ে রাস্তায় পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

অপর দিকে ঝিনাইদহ থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে মাগুরায় যাচ্ছিল। পথে সদর উপজেলার পোড়াহাটি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা আট জন যাত্রী আহত হয়।

আহতদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক নারায়ণ নন্দী নামের একজনকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন