হোম অন্যান্যসারাদেশ ঝিনাইদহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঝিনাইদহ অফিস :

সকল ক্ষেত্রে ব্যর্থ সরকারের পদত্যাগ ও ষড়যন্ত্র ছিন্ন করে গণতন্ত্রকে মুক্ত করবোই- ৪৪‘তম প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকারের লক্ষে ঝিনাইদহ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শহরস্থ প্রতিটি ওয়ার্ড এবং সদর উপজেলার অধীনস্থ প্রতিটি ইউনিয়ন থেকে যুবদলের কয়েক হাজার নেতাকর্মীদের স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে ঝিনাইদহ জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনকের সভাপতিত্বে, বর্ণাঢ্য র‍্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাব চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া‘র উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য, ঝিনাইদহ ২ আসন থেকে চার(৪) বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, ঝিনাইদহ জেলা বিএনপি’র সাবেক সফল সভাপতি, আধুনিক ঝিনাইদহের স্থপতি, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার, আলহাজ্ব মসিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জনাব এ্যাডঃ আব্দুল আলিম সহ বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সঞ্চালনা করেনঃ ঝিনাইদহ সদর উপজেলা যুবদলের বিপ্লবী আহবায়ক মোঃ আশরাফুল ইসলাম আশরাফ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন